কলকাতা 

ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষকরা কীভাবে উজাড় করে দেন নিজেদের, শোনালেন বিভিন্ন প্রজন্মের শিক্ষকেরা, স্যান্ডফোর্ড ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষক দিবসের অনুষ্ঠানে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

গৌরাঙ্গ সরখেল:শিক্ষকরা নিজেদের কীভাবে ছাত্র-ছাত্রীদের জন্য উজাড় করে দেন, এদিন শিক্ষক দিবসে কলকাতার প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান স্যান্ডফোর্ড ফাউন্ডেশন-এর উদ্যোগে ছিল আলোচনার মুখ্য বিষয়। আলোচনায় অংশ নিতে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা থেকেও। বিশিষ্ট শিক্ষক ও শিক্ষাবিদগণ ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কিভাবে নিজেদের নাওয়া-খাওয়া ভুলে, সংসার ভুলে শিক্ষকেরা উজাড় করে দেন, সেই সমস্ত ইতিহাসের কথা গল্পের আকারে বলছিলেন ত্রিপুরা থেকে আগত বিশিষ্ট শিক্ষক ও শিক্ষা প্রশাসক মনোজ রায়।

তিনি বলছিলেন অনেক সময় এতে ভুল বোঝাবুঝিও হয়ে যায়, ছাত্র ও ছাত্রের পরিবারের সঙ্গে। কিন্তু অভিজ্ঞতার আলোকে তিনি এটাও বলেন যে পরবর্তীকালে ওই ছাত্র বা তাদের পরিবার যখন নিজেদের ভুল বুঝতে পেরে শিক্ষকের কাছে সমর্পণ করে, তখন ছাত্রের চোখে থাকে জল, জল থাকে শিক্ষকেরও চোখে। এটাই হচ্ছে ছাত্র শিক্ষকের আদর্শ সম্পর্ক এবং আদর্শ শিক্ষকের দায়িত্ব এটাই। ছাত্র-ছাত্রীর মধ্যে স্বাধীন চিন্তার উন্মেষ ঘটবে, সে কেবল তোতা পাখি হবে না, এটাই তো একজন শিক্ষকের মূল দায়িত্ব। এই কথার রেশ ধরে প্রত্যেকে তাঁদের জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন।

Advertisement

এ দিন আলাপচারিতায় অংশ নেন বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী বাহার আলী মন্ডল, বিশিষ্ট শিক্ষক ও সাংবাদিক নৌশাদ মল্লিক, বিশিষ্ট ইংরেজি শিক্ষক রাহুল সেনগুপ্ত, বিশিষ্ট উদ্যোগপতি স্যান্ডফোর্ড অ্যাকাডেমির ম্যানেজিং ডাইরেক্টর শেখ জসিম উদ্দিন মন্ডল, বিশিষ্ট সমাজসেবী সন্দীপ দত্ত, বিশিষ্ট সমাজসেবী তাইবুল হক, বিশিষ্ট ইংরেজি শিক্ষক শেখ নাসিম উদ্দিন মন্ডল, সাবির হোসেন, নায়ীমুল হক, আকাশ পারভেজ প্রমূখ।

এদিন সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুর রহিম খান এবং অত্যন্ত মনোগ্রাহী ভাবে সভার সঞ্চালনা করেন স্যান্ডফোর্ড অ্যাকাডেমির এক্সিকিউটিভ ডাইরেক্টর পান্থ মল্লিক।

অ্যাকাডেমির ছাত্র-ছাত্রীদের আন্তরিকতার সঙ্গে বরণ করে নেওয়া, তাদের সাংস্কৃতিক চর্চার প্রকাশে মুগ্ধ হন উপস্থিত অতিথিবর্গ। স্যান্ডফোর্ড অ্যাকাডেমির পক্ষ থেকে সুদৃশ্য উপহার ও শিক্ষা সম্মাননায় আপ্লুত হন তাঁরা।

এদিনের শিক্ষক দিবসের অনুষ্ঠান বহুদিন দাগ কেটে থাকবে সকলের মনে, জানান উপস্থিত অভিভাবকবর্গ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ