জেলা 

তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সম্মাননা প্রদান

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদন, বারাসাত :  প্রত্যেক বছরের ন্যায় এবারও শিক্ষক দিবসে একগুচ্ছ কর্মসূচি গৃহীত হলো পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ এর নেতৃত্বে।

উল্লেখ্য ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে, উঃ চব্বিশ পরগনা জেলার বারাসাত নীলদর্পণ সভাগৃহে ত্রিশ জন গুণী শিক্ষক -শিক্ষিকাদের সম্মান প্রদান পর্বে সংগঠনের রাজ্য সভাপতি ফারহাদ উপস্থিত সকল শুভাকাঙ্খীদের আন্তরিক ধন্যবাদ জানানোর পাশাপাশি শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের অবদানের কথা বিশেষ ভাবে তুলে ধরে ভবিষ্যতে মানুষ গড়ার কারিগররা আরো বেশি এগিয়ে আসবে এই আহবান করেন।

Advertisement

মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে যেভাবে রাজ্য সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী মোঃ গোলাম রব্বানী সহ দপ্তরের সমস্ত আধিকারিকদের অত্যন্ত তৎপরতায় মাদ্রাসা শিক্ষা প্রভূত উন্নতি করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলির সামগ্রিক উন্নতিতে এই সংগঠন যেভাবে দক্ষতার সঙ্গে কাজ করছে তা দলের কাছে আশাব্যঞ্জক বলেও তিনি উল্লেখ করেন।

 

শিক্ষক দিবস পালন ও শিক্ষক সম্মাননা প্রদান প্রাপ্ত কয়েকজন শিক্ষক-শিক্ষিকা হলেন ইরফান আলী বিশ্বাস, ফজলুর রহমান, চম্পক নাগ, আনসার আলী, নূরুল হক বৈদ্য, ফজলে মাওলা খান, শম্পা পাত্র,সাত্তার আলি সরকার, সাধনা বর্মন,রাফিনা ইয়াসমিন, আক্তারুজ্জামান, সওকাত হোসেন পিয়াদা, প্রমুখ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ