কলকাতা 

Manipur Governor La. Ganesan: জগদীপ ধনকড়ের পদত্যাগের পর পশ্চিমবঙ্গের অতিরিক্ত দায়িত্বে মণিপুরের রাজ্যপাল লা গণেশন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রবিবার সন্ধ্যায় পশ্চিমবাংলার রাজ্যপালের পদ থেকে পদত্যাগ করেছেন জগদীপ ধনখড়। তিনি উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি দলের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। ধনকড় এর পদত্যাগের কিছুক্ষণ পরেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলার অস্থায়ী রাজ্যপাল হিসাবে মনিপুরের রাজ্যপালের নাম ঘোষণা করেন।

মণিপুরের দায়িত্ব পালনের পাশাপাশি আপাতত বাংলারও দায়িত্বভার সামলাবেন গণেশন। রাষ্ট্রপতি তাঁকে মনোনীত করেছেন। রবিবার রাষ্ট্রপতি ভবন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, ‘পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে জগদীপ ধনকড়ের ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। নিজের দায়িত্ব ছাড়াও পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদের দায়িত্ব পালন করবেন তিনি।’

Advertisement

শনিবার পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন বিজেপি সভাপতি জেপি নড্ডা। তার পরেই বাংলার রাজ্যপালের পদ থেকে সরে দাঁড়ান ধনকড়। সোমবার উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেবেন তিনি।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ