দেশ 

মহারাষ্ট্রের ছায়া এবার কী কংগ্রেস শাসিত ছত্তীশগড়ে ! পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী উধাও?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মহারাষ্ট্রের ছায়া এবার কী কংগ্রেস শাসিত ছত্তীশগড়ে পড়তে চলেছে।সেটা এখনই প্রকট না হলেও তবে সেই সম্ভবনা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক মহল। রাষ্ট্রপতি নির্বাচনের ঠিক একদিন আগে ছত্তীশগড়ের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর ও স্বাস্থ্য এবং বাণিজ্যকর দফতরের মন্ত্রী টিএস সিং দেওকে রবিবার থেকে পাওয়া যাচ্ছে না।পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর ছেড়ে দিচ্ছেন বলে শনিবার মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে (Bhupesh Baghel) চিঠি দেন প্রবীণ মন্ত্রী টিএস সিংদেও। রবিবার থেকে সেই মন্ত্রী ধরাছোঁয়ার বাইরে (chhattisgarh)। মুখ্যমন্ত্রীর ফোনও ধরছেন না।

এদিকে, দলে এবং পরিষদীয় দলে বিধায়কদের অনেকেই প্রকাশ্যে সরকারের কাজকর্ম ও মুখ্যমন্ত্রীর আচার-আচরণ নিয়ে মুখ খুলতে শুরু করেছেন।

Advertisement

মন্ত্রী টিএস সিং দেও পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন ছাড়াও স্বাস্থ্য এবং বাণিজ্যকর দফতরের মন্ত্রী ছিলেন। তারমধ্যে প্রথম দফতরটি ছাড়তে চেয়ে গতকাল মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে চিঠি দেন। চিঠিতে আগাগোড়া মুখ্যমন্ত্রীকেই কাঠগড়ায় তুলেছেন প্রবীণ মন্ত্রী। বলেছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যের দেয় অর্থ না পাওয়ায় ওই প্রকল্পের কাজ থমকে গিয়েছে। আদিবাসীদের বাড়ি বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি পালন করতে পারছেন না তিনি। মুখ্যমন্ত্রীকে একাধিকবার বলা সত্ত্বেও টাকা বরাদ্দ করা হয়নি। তাই ওই দফতর আর নিজের হাতে রাখতে চান না।

সোমবার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন থেকে বারে বারে সিং দেওকে ফোনে ধরার চেষ্টা হয়। মেসেজ পাঠানো হয়, মুখ্যমন্ত্রী কথা বলতে চান। কিন্তু ক্ষুব্ধ মন্ত্রী ফোন ধরেননি। কোথায় আছেন কেউ জানেন না। একাংশের বক্তব্য, দিল্লি গিয়েছেন হাইকমান্ডকে সব জানাতে। কারও আশঙ্কা বিজেপির অপারেশন লোটাসের ফাঁদে পা দিয়েছেন সিং দেও।

এদিকে, শুধু এই প্রবীণ মন্ত্রীই নন, ছত্তীশগড়ে দলীয় সরকারের কাজকর্ম নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন দলের নেতা, বিধায়কদেরও একাংশ। অনেকেই মনে করছেন বিজেপি দল বহুদিন থেকে ছত্তীশগড়ের কংগ্রেস সরকারকে ভাঙার চেষ্টা করছেন। অপারেশন লোটাস কতটা সফল হয় সেদিকে তাকিয়ে রয়েছে জনতা।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ