দেশ 

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে পরপর তিনবার সোনার পদক পেয়ে রেকর্ড গড়লো বেঙ্গালুরুর প্রাঞ্জল শ্রীবাস্তব

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নায়ীমুল হক :  আন্তর্জাতিক স্তরে বিদ্যালয় পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য ইন্টারন্যাশনাল ম্যাথস অলিম্পিয়াড হল গণিতের অন্যতম সেরা প্রতিযোগিতা। ১৯৫৯ এ শুরু হওয়া এই প্রতিযোগিতা এবার ৬৩-তম বর্ষে পা দিল। দেশে বিদেশে গণিতের উৎকর্ষতা মাপতে সারা বিশ্ব তাকিয়ে থাকে এই প্রতিযোগিতার দিকে। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ভারতের অবস্থান বরাবরই ভালো। ১০৪টি দেশের মধ্যে এবারের অবস্থান ২৪। যদিও ২০১৯ এর আগে ৭ বছর সোনা না আনতে পারায় কিছুটা ম্রিয়মাণ ছিল ভারতের গণিতমহল।

 

দীর্ঘ এই সাত বছর গণিতে খরার যুগ কাটিয়ে ২০১৯-এ মুখে হাসি ফোটায় বেঙ্গালুরুর ক্লাস নাইনের ছাত্র প্রাঞ্জল শ্রীবাস্তব। তখন বয়স তার মাত্র ১৫, আই এম ও-তে রেকর্ড করে ফেলে দেশের সর্বকনিষ্ঠ স্বর্ণপদক জয়ী ভারতীয় হিসাবে। ধুমধাম করে সেই খুশি জাহির করে ভারতীয় গণিতমহল। অবশ্য এখানেই থেমে থাকে নি প্রাঞ্জল। পরের বছর ২০২১-এই ফের জেতে সোনা। এরপর বেড়ে যায় উৎকণ্ঠা। পরপর তিনবার, সামনে হ্যাটট্রিক এর সুযোগ। ২০২২-এ পারবে কী প্রাঞ্জল সোনা ছিনিয়ে আনতে? হ্যাটট্রিক করতে?

Advertisement

নরওয়ের অসলোতে ১৬ জুলাই ছিল সেই অবিস্মরণীয় দিন। ফলপ্রকাশ হতে দেখা যায়, সে-ই একমাত্র ভারতের পক্ষে শোনা জয় করেছে, প্রাপ্ত নম্বর ৩৪। বাকি পাঁচজন পেয়েছে ব্রোঞ্জ।

 

সারাদেশে বিশেষ করে গণিত প্রেমীদের মধ্যে পড়ে যায় খুশির রোল। পরপর তিন বছর ২০১৯, ২০২১ এবং ২০২২ সোনার পদক ঘরে এনেছে সোনার ছেলে প্রাঞ্জল।

আর শুধু ম্যাথস অলিম্পিয়াডেই নয়,এশিয়ান প্যাসিফিক ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের মতো দুর্দান্ত প্রতিযোগিতায় ২০১৯ এবং ২০২২-এ দুবার সোনার পদক আসে তার ঝুলিতে।

গণিতের সঙ্গে সঙ্গে ইনফরমেটিকস সায়েন্সেও ধরা পড়ে তার অসামান্য প্রতিভার স্ফুরণ। গতবছর অর্থাৎ ২০২১-এ ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইনফরমেটিকস-এও সোনার পদক জিতে আনে সে।

আজ রবিবার দেশে ফিরেছে গণিতের গর্ব প্রাঞ্জল, সঙ্গে তুখোড় পাঁচজন টিম সদস্য আর টিমের লিডার এবং অবজারভাররা।

[আগামীকাল থাকবে ইন্টারন্যাশনাল মাথস অলিম্পিয়াড নিয়ে পরপর তিনবারের সোনাজয়ী প্রাঞ্জল শ্রীবাস্তবের সাক্ষাৎকার]


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ