দেশ 

Rahul Gandhi: পাঁচ দিন ধরে ইডি-র অফিসে বসিয়ে রাখলেও মোদি সরকার সম্পর্কে আচরণের কোন পরিবর্তন হবে না, মন্তব্য রাহুলের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ন্যাশনাল হেরাল্ড মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)- কয়েকদিন ধরে এক টানে রাহুল গান্ধীকে জেরা করলেও কংগ্রেস নেতা এ নিয়ে কোন মন্তব্য করেননি। বরং কেন্দ্রীয় এজেন্সিকে তিনি সাহায্য করেছেন প্রতিটি ক্ষেত্রে তিনি হাজিরা দিয়েছেন। সময়ের বিচারে প্রায় ৫০ ঘন্টার বেশি সময় ধরে রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে।

তারপরেও রাহুল গান্ধীকে ডাকা হচ্ছে এ নিয়ে মন্তব্য করতে গিয়ে আজ শুক্রবার রাহুল গান্ধী বলেছেন, ইডিকে দিয়ে তাঁর বিরুদ্ধে তদন্ত চালালেও নিজের আচরণে বদল ঘটাবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে এমন মন্তব্য করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী। মোদীর উদ্দেশে তাঁর আরও মন্তব্য, পাঁচ দিন ধরে জিজ্ঞাসাবাদের জন্য ইডি-র অফিসে বসিয়ে রাখলেও নিজেকে পাল্টে ফেলবেন না।

Advertisement

ন্যাশনাল হেরাল্ড মামলায় গত মাসে পাঁচ দিন ধরে রাহুলকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। সে কারণে নয়াদিল্লিতে ইডি অফিসে দীর্ঘ সময় কাটাতে হয়েছে তাঁকে।

শুক্রবার এই প্রসঙ্গ টেনে মোদীকে আক্রমণ করেন রাহুল। তিনি বলেন, ‘‘ভারত সরকার… প্রধানমন্ত্রী মনে করেন যে পাঁচ দিন ধরে ইডি-র অফিসে আমাকে বসিয়ে রাখলে আমি নিজের আচরণ বদলে ফেলব। এটা প্রধানমন্ত্রী ভ্রান্ত ধারণা।’’


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ