দেশ 

Maharashtra Crisis : উদ্ধব সরকারের পতন কী আসন্ন ? নাকি মারাঠি জাতীয়তাবাদকে সম্বল করে ঘুরে দাঁড়াতে চলেছেন উদ্ধব-শারদ জুটি ? মহারাষ্ট্রে শিবসেনা-বিজেপির ভবিষ্যত কোন পথে ? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরি : মহারাষ্ট্রের রাজনীতির ঘন ঘন রঙ পরিবর্তন হচ্ছে । গতকাল শনিবার পর্যন্ত মনে করা হচ্ছিল এই যুদ্ধ খুব সহজেই জিতে যাবে বিজেপি । আর এখন মনে হচ্ছে বিজেপির দাবার চালের বোড়ে একনাথ শিন্দে ধীরে ধীরে এক ঘরে হয়ে পড়ছেন । আর এই জন্যই একনাথ শিন্দে গতকাল গভীর রাতে বরোদায় বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের সঙ্গে গোপন বৈঠক করেন । যদিও গতকাল বরোদাতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন , কিন্ত তাঁর সঙ্গে বৈঠক হয়েছে কিনা তা জানা যায়নি । তবে মহারাষ্ট্রের ক্ষেত্রে বিজেপি দল অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক মহল মনে করছে । কারণ একটু অসর্তক হলেই মহারাষ্ট্রের রাজনীতি থেকে বিদায় নিতে হতে পারে বিজেপিকে । সুতরাং বিজেপি এখনই এ বিষয়ে এগিয়ে আসবে না ।

অন্যদিকে বিদ্রোহী বিধায়কদেরকে বাগে আনতে এবার নামানো হলো উদ্ধব পত্নী রশ্মি ঠাকরেকে। তিনি বিদ্রোহী বিধায়কদের স্ত্রীদের সঙ্গে বৈঠক  করেছেন বলে জানা গেছে । নরমে গরমে একটা স্পষ্ট বার্তা দিয়েছেন রশ্মি । এর ফলে আর যাইহোক বিদ্রোহীদের মধ্যে কমপক্ষে ৫০ শতাংশ ফের উদ্ধবের সঙ্গে চলে আসবেন বলে রাজনৈতিক মহলের ধারণা । কারণ ঠাকরে পরিবারকে চটিয়ে শিবসেনার বিধায়কদের দলে টেনে রাখা খুব কঠিন কাজ । আর এই জন্যই বার বার ঘোষনা করা সত্ত্বেও গুয়াহাটি থেকে বিধায়কদের গুজরাটেও নিয়ে আসতে ভয় পাচ্ছেন একনাথ শিন্ডে । তিনি নিজে এলেও এখনও বিধায়কদের গুয়াহাটির হোটেলে বন্দী করে রাখা হয়েছে ।

Advertisement

গতকাল শনিবারই মহারাষ্ট্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা শারদ পাওয়ার বলেছেন জোট সরকারের পতন হচ্ছে না । শারদ পাওয়ারের এই মন্তব্যের পরেই মহারাষ্ট্রের রাজনৈতিক মোড় দ্রুত ঘুরতে থাকে । শোনা যাচ্ছে এবার নাকি বিজেপির পরিষদীয় ভাঙন ধরতে পারে । মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোট চাইতে চলেছেন উদ্ধব ঠাকরে । এরপরেই জানা যাবে দেশের অর্থনীতির রাজ্য মহারাষ্ট্র কার দখলে থাকবে ! যদি এই যুদ্ধে উদ্ধব ঠাকরে জিতে পারেন তাহলে মহারাষ্ট্রের রাজনীতিতে শিন্ডে আর বিজেপি সংকট শুরু হবে । যদি এই যুদ্ধে হেরে যান উদ্ধব তাহলেও মারাঠি জাতীয়তাবাদের লড়াই আরও তীব্র হবে । ছত্রপতি শিবাজির সঙ্গে মোগল সম্রাটদের যে লড়াই চলেছিল, ঠিক সেই লড়াই শুরু হবে উদ্ধব ঠাকরে বনাম মোদী-অমিত শাহর মধ্যে !

মারাঠি জাতীয়তাবাদ যদি উগ্রতার চেহারা নেয় তাহলে আগামী দিনে মোদী-শাহর বিজেপি মহারাষ্ট্রে গভীর সংকটে যে পড়বে তা নিয়ে কোনো সন্দেহ নেই ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ