কলকাতা 

কলকাতা অনুভব ও কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি দফতরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংবর্ধিত সাংবাদিক নৌশাদ মল্লিক

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : কলকাতা অনুভব ও কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি দফতরের যৌথ উদ্যোগে কলকাতার রোটারি সদনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গতকাল শনিবার ২৫ জুন । বিষয় ছিল : ভারত কি কৃষ্টি আউর কলা,ভারত কি কথা মালা। এদিনে অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে সূচনা করেন নেপালের কনসাল জেনারেল এসর রাজ পৌড়েল । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধ্রুব মিত্র, সাংবাদিক নৌশাদ মল্লিক,তারক সেনগুপ্ত এবং অভিজিৎ সাঁতরা ।

এদিনের অনুষ্ঠানে সাংবাদিক ও তথ্যচিত্র নির্মাতা নৌশাদ মল্লিককে কলকাতা অনুভবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় । উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শিল্পী সঞ্জীব ঘোষ, নৌশাদ মল্লিকের ভরাট গলায় কবি গুরু রচিত অফ্রিকা কবিতার পাঠ সকলকে মুগ্ধ করে । এদিনের অনুষ্ঠানে পরিবেশিত টাপুর টুপুর নাটকে অভিনেত্রী বিজয়ার দত্তের অভিনয় সকলের নজর কেড়েছে । কৃষ্ণা দত্তের দেবদাসীও বলিষ্ঠ অভিনয় ।

Advertisement

সহ অভিনয়ে যাঁরা ছিলেন তাঁদের সকলের অভিনয় প্রশংসারযোগ্য ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ