দেশ 

ত্রিপুরার চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তিনটি পেল বিজেপি, একটি কংগ্রেস , চার আসনেই তৃণমূলের হতাশাজনক ফল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ ইবাদুল ইসলাম : ত্রিপুরার বিধানসভা উপনির্বাচনেও এবারও হতাশাজনক ফল করলো তৃণমূল কংগ্রেস । তবে অপ্রত্যাশিত ফলাফল করল কংগ্রেস দল । রাজধানী আগরতলা কেন্দ্রে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণ । আগরতলা কেন্দ্রে সুদীপ বর্মণের জয় নিঃসন্দেহে কংগ্রেসকে অক্সিজেন জোগাবে । এদিকে টাউন বড়দোয়ালি কেন্দ্রে ত্রিপুরার নয়া মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা ছয় হাজারের বেশি ভোটে জয়ী হয়েছে । অন্যদিকে আগরতলা কেন্দ্রে সুদীপ রায় বর্মণ তিন হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন ।

ত্রিপুরায় মোট চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয় । রবিবার সকালেই ভোট বাক্স খুলতেই  আগরতলা কেন্দ্রে প্রথম থেকেই এগিয়ে ছিল কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণ।টাউন বড়দোয়ালির ভোটবাক্স খুলতেই এগিয়ে গিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। গণনার শেষ রাউন্ডেও সেই ট্রেন্ডটা বজায় ছিল। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের আশিস সাহাকে হারিয়ে প্রায় ৬ হাজার ভোটে জয়ী হন বিজেপির রাজ্যসভার সাংসদ। তাঁর প্রাপ্ত ভোটের হার ৫১ শতাংশ। কংগ্রেসের ঝুলিতে এসেছে ৩৪ শতাংশ ভোট। চতুর্থ স্থানে থাকা তৃণমূল পেয়েছে ২.৯২ শতাংশ ভোট।

Advertisement

বাকি দুটি কেন্দ্র যুবরাজ নগর এবং সুরমায় বিরোধীদের চেয়ে অনেকটাই এগিয়ে বিজেপি। চার আসনেই তৃণমূল প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত ।

চার বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর প্রাপ্ত ভোট : আগরতলা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন ২.১ শতাংশ।চতুর্থ স্থান।

টাউন বড়দোয়ালি কেন্দ্রে তৃণমূলের প্রাপ্ত ভোট ২.৯২ শতাংশ, এখানে চতুর্থ স্থান পেয়েছে । তৃণমূল ভোট কাটার ফলে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার ভোটের ব্যবধান বেড়েছে । তবে কংগ্রেসের আর এক প্রার্থী আশিস সাহা মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে ছয় হাজার ভোটে হেরেছেন । তৃণমূল প্রার্থী না দিলে এখানে মুখ্যমন্ত্রী জেতা অনেকটাই কঠিন হতো ।

যুবরাজ নগরে তৃণমূলের প্রাপ্ত ভোট ২.৯৮ শতাংশ । এখানেও চতুর্থ স্থানে তৃণমূল । তৃণমূল প্রার্থী না দিলে বিজেপি প্রার্থীর জয় কঠিন হতো । সুরমা কেন্দ্রে জিততে চলেছেন বলে দাবি করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । কিন্ত এখানেও চতুর্থ স্থানে তৃণমূল । তবে তৃণমূলের প্রাপ্ত ভোট ৩.৩৯ শতাংশ । এখানে তৃণমূল প্রার্থী না দিলে তিপ্রা মোথার প্রার্থীর জয় সুনিশ্চিত ছিল ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ