দেশ 

Uddhav Thackeray : একজন শিবসেনার বিধায়কও যদি আমার সামনে দাঁড়িয়ে বলেন আমাকে মুখ্যমন্ত্রী পদে চান না তাহলে আমি এখনই পদত্যাগ করবো, গদির কোন মোহ আমার কাছে নেই, শিবসেনা হিন্দুত্ব থেকে সরে যায়নি: উদ্ধব ঠাকরে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মহারাষ্ট্রের রাজনৈতিক সংকট আরো তীব্র হচ্ছে। সংকটে পড়েছে উদ্ধব ঠাকরে সরকার এই সরকারের স্থায়ীত্ব থাকবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। আজ বিকেল পাঁচটায় শিবসেনা দলের বিধায়কদের বৈঠক ডাকা হয়েছে সেই বৈঠক এখনো চলছে। এদিকে রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তিনি বক্তব্যে বলেছেন,‘‘বিদ্রোহী বিধায়করা যদি আমায় না চান, তা হলে আমি এখনই ইস্তফা দিতে তৈরি। আমি ইস্তফাপত্র তৈরি রেখেছি। বিধায়করা এসে আমায় বলুন, আমরা আপনাকে চাই না।’’ ঠাকরে বলেন, ‘‘হিন্দুত্বই শিবসেনার পরিচয় এবং আদর্শ। কিছু দল শিবসেনার হিন্দুত্ব নিয়ে প্রশ্ন তুলছে দেখে অবাক লাগছে।’’ তাঁর দাবি, এক জন বিধায়কও যদি তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে না চান, তা হলে তিনি পর মুহূর্তেই ‘বর্ষা’ (মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বাসভবন) ছেড়ে ‘মাতুশ্রী’তে (উদ্ধবের বাসভবন) চলে যাবেন। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী হব তা কখনও ভাবিনি। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব আসার পর কিছুটা অবাকই হয়েছিলাম।’’

এই টানাপড়েনের পরিস্থিতিতে তাঁর কাছে শরদ পওয়ার ও কমলনাথের ফোন এসেছিল বলে জানিয়েছেন উদ্ধব। ‘‘ওঁরা আমাকে জানিয়েছেন, আপনাকেই মুখ্যমন্ত্রীপদে দেখতে চাই। আমি ওঁদের ধন্যবাদ জানিয়েছি।’’ উদ্ধবের দাবি, একনাথ শিন্ডের সঙ্গে আছেন এমন বিধায়করাও তাঁকে ফোন করেছিলেন। তাঁরা উদ্ধবকে জানিয়েছেন, তাঁদের জোর করে সেখানে নিয়ে যাওয়া হয়েছে।

সরকারের স্থায়িত্বের উপর বড়সড় প্রশ্নচিহ্ন ঝুলে গিয়েছিল, শিবসেনার একনাথ শিন্ডে একাধিক বিধায়কদের নিয়ে সুরাত পাড়ি দেওয়ার পর। তার পর ক্রমশ ঘনীভূত হয়েছে রাজনৈতিক নাটক। গুজরাত ছেড়ে শিন্ডে উড়ে গিয়েছেন আর এক বিজেপি শাসিত রাজ্য অসমে। বিকেলের দিকে তিনি দাবি করেছেন সঙ্গে রয়েছে ৪৬ জন বিধায়কের সমর্থন। ক্রমশ তা আরও বাড়বে। এই পরিস্থিতিতে উদ্ধব নিজের বাসভবন বর্ষায় বৈঠক ডেকেছিলেন শিবসেনা বিধায়কদের। শিবসৈনিকদের বলে দেওয়া হয়েছিল, বৈঠকে গরহাজিরদের সদস্যপদ বাতিল করা হবে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ