কলকাতা 

Sovan-Baisakhi: শোভন মমতা বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে, তৃণমূলে ফিরছেন শোভন ! পাল্টা কুনালের কটাক্ষ ঘিরে সংশয়ের কালো মেঘ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : শোভন চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যোগ দিতে চলেছেন বলে জানা গেছে। আসলে শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে আসার মানে ঘরের ছেলে ঘরে ফিরে আসা। আজ বুধবার নবান্নে শোভন চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন শোভনের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। বৈঠক থেকে বেরিয়ে এসে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেছেন,‘‘দিদির নির্দেশ মতোই কাজ করবে শোভন।’’ এবং তিনি জানিয়ে দিয়েছেন, উভয় তরফের মধ্যে ‘রাজনৈতিক’ আলোচনাই হয়েছে।

এ থেকে স্পষ্ট হয়েছে শোভন এবং বৈশাখীর তৃণমূলে আনুষ্ঠানিক ভাবে ফেরা সময়ের অপেক্ষা। অপেক্ষা, কারণ, বুধ-দুপুরে মমতার সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে শোভন-বৈশাখী তৃণমূলে ফেরার বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি। তাঁরা দিনক্ষণ সম্পর্কে জবাব এড়িয়ে গিয়েছেন। তবে তৃণমূলেরই একটা অংশ জানাচ্ছে, একুশে জুলাইয়ের মঞ্চে শোভন-বৈশাখীকে দেখতে পাওয়ার সম্ভাবনা ক্রমশই জোরাল হচ্ছে।

এদিকে শোভন-বৈশাখী তৃণমূল কংগ্রেসের ফিরতে পারেন এই খবর সংবাদ মাধ্যমে প্রচার হওয়ার পর বিভিন্ন মহল থেকে নানা কটুক্তি ভেসে আসছে। শোভন তৃণমূল কংগ্রেসের যোগ দেবেন কিনা তা নিয়ে এখনও স্পষ্টীকরণ কিছু দেন নেই খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। কেন দেননি তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত কুনাল ঘোষ শোভন বৈশাখীকে সরাসরি কটাক্ষ করেছেন।

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (যিনি শোভনের নাম দিয়েছেন ‘গ্ল্যাক্সো বেবি’) বলেছেন, ‘‘যাঁরা তৃণমূলকে হারাতে বিজেপিতে গিয়েছিলেন, তাঁদের নিদারুণ স্বপ্নভঙ্গ হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই ফিরে আসছেন। আরও আসবেন। কাদের নেওয়া হবে বা নেওয়া হবে না, সেই সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।’’

কুনালের প্রতিক্রিয়ার পর শোভনের তৃণমূলে যোগদান শেষ পর্যন্ত অনিশ্চিত হয়ে যায় কিনা সেটাই এখন দেখার।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ