দেশ 

Maharashtra Crisis: মহারাষ্ট্র সরকারের সংকটের মধ্যেই করোনা আক্রান্ত রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী, বিকেল পাঁচটায় শিবসেনার পরিষদীয় দলের বৈঠক, এরপরই ঘোষিত হতে পারে পরবর্তী কর্মসূচি, উদ্ভব মন্ত্রিসভার পতন অনিবার্য ? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মহারাষ্ট্রের সরকার সংকটের মধ্যেই রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি করোনা আক্রান্ত হয়ে মুম্বাই এর এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এই কারণে আজ দুপুর একটায় ডাকা রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন উদ্ধব ঠাকরে।

বিদ্রোহ ঘোষণা করেছেন শিবসেনা বিধায়ক একনাথ শিন্ডে। তার পরই সঙ্কটে মহারাষ্ট্র সরকার। এককাট্টা একানাথের সঙ্গে ৪০-এর বেশি বিধায়ককে অসম থেকে মুম্বই ফেরানোর প্রয়াসের মাঝেই আরও এক সঙ্কট! অসুস্থ হয়ে পড়েন মুখ্যমন্ত্রী উদ্ধব। করোনা ধরা পড়ে তাঁর। উদ্ধবের করোনা আক্রান্ত হওয়ার খবর দেন কংগ্রেস নেতা কমল নাথ। শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোট সরকারের এই সঙ্কট মোচনে এগিয়ে এসেছেন কমল নাথ। দলের এবং জোটসঙ্গীর বিধায়কদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন তিনি।

Advertisement

সাংবাদিক বৈঠকে কমল বলেন, ‘‘আমরা উদ্ধব ঠাকরের সঙ্গে একটি বৈঠক করেছি। কিন্তু তাঁর করোনা হওয়ায় আমরা দেখা করতে পারিনি।’’ একই সঙ্গে তিনি জানান, এই কারণে মন্ত্রিসভার বৈঠকে উদ্ধবের সশরীরে থাকার কোনও প্রশ্নই ওঠে না। কিন্তু ভার্চুয়ালি তিনি থাকবেন।

অন্য দিকে, মহারাষ্ট্রের রাজ্যপাল করোনা আক্রান্ত হয়ে দক্ষিণ মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সরকারের টানাপড়েনের সময় রাজ্যরপালের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনিই বিধানসভার জরুরি অধিবেশন আহ্বান করেন। সংখ্যাগরিষ্ঠতার পরীক্ষা, সরকার গঠন এবং ভেঙে দেওয়ার বিষয়েও রাজ্যপালকে সিদ্ধান্ত নিতে হয়।

এদিকে জানা গেছে আজ বিকেল পাঁচটা নাগাদ শিব সেনার দল পরিষদীয় দলের বৈঠক ডেকেছেন। এই বৈঠকে সব বিধায়কের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। যদিও উদ্ধব ঠাকরে করোনা আক্রান্ত হওয়ার কারণে তিনি এই বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন তবু মনে করা হচ্ছে শিবসেনার অন্যান্য বিধায়কদের মধ্যে কতজন এই বৈঠকে উপস্থিত থাকেন তা দেখেই পরবর্তী কর্মসূচি স্থির করবেন উদ্ধব ঠাকরে। কারণ ইতিমধ্যেই জোটের অন্যতম শরিক কংগ্রেস ও এনসিপি দাবি করেছে তাদের দল অটুট রয়েছে তাদের বিধায়করাও সুরক্ষিত । শিবসেনা নিজের দল সামলাতে পারলেই এই সরকার বাঁচানো সম্ভব হলে শরিক দলের অন্য নেতারা মনে করছেন। এই পরিস্থিতিতে বিকেল পাঁচটায় শিবসেনা দলের বিধায়কদের বৈঠক গুরুত্বপূর্ণ হতে চলেছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ