জেলা 

Bogtui Case: ভাদুর শেখ খুনের পর উন্মত্ত দুষ্কৃতীরা যখন একের পর এক বাড়ীতে আগুন ধরাচ্ছিল তখন সব জেনেও নীরব ছিলেন আনারুল বলছে সিবিআইয়ের চার্জশিট

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বগটুই হত্যাকাণ্ডে শুধু প্ররোচনা নয়, অপরাধীদের মদত দিয়েছিলেন তৃণমূল নেতা আনারুল হোসেন। রামপুরহাট আদালতে জমা দেওয়া চার্জশিটে এমনটাই অভিযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। গত সোমবার বগটুই-কাণ্ডে রামপুরহাট আদালতে প্রথম চার্জশিট পেশ করেছে সিবিআই। সেই চার্জশিটে আনারুলের এই ভূমিকার কথাই উল্লেখ করা হয়েছে।

সিবিআই আনারুলের বিরুদ্ধে ১০৯ ধারায় অভিযোগ এনেছে। যার অর্থ, অপরাধে সাহায্য এবং প্ররোচনা দেওয়া। সিবিআইয়ের দাবি, ভাদু শেখ খুনের রাতে বগটুইয়ের একাধিক বাড়িতে যখন আগুন লাগানো হচ্ছিল তখন গ্রামবাসীরা আনারুলকে ফোন করে বিষয়টি জানান। পুলিশে খবর দিতেও বলেন। কিন্তু আনারুল তাতে পাত্তা দেননি। তদন্তকারীদের দাবি, আনারুলের এই ভূমিকার জন্যই বগটুইয়ে এত ভয়াবহ ঘটনা ঘটেছিল। আনারুল সময়মতো পুলিশের দ্বারস্থ হলে বগটুইয়ের ঘটনা ঠেকানো যেত বলে দাবি ওই গ্রামের বাসিন্দাদের একাংশেরও।

Advertisement

গত ২১ মার্চ বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুনের একের পর এক বাড়িতে আগুন লাগানো হয়। জীবন্ত পুড়ে মৃত্যু হয় ১০ জনের। এর পর ওই ঘটনার তদন্তভার দেওয়া হয় সিবিআইকে। তদন্তভার নেওয়ার প্রায় ৯০ দিনের মাথায় গত সোমবার ভাদু খুন মামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় সিলবন্ধ খামে চার্জশিট পেশ করে সিবিআই।

তবে সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে যে তথ্য উঠে আসছে তাতে এটা স্পষ্ট হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আনারুলকে যে কারণে অভিযুক্ত করেছিল সেই একই কারণে অভিযুক্ত করছে সিবিআই। সিবিআইয়ের মনে রাখা উচিত আনারুল হোসেন কোন সরকারি আধিকারিক দল কিংবা কোনো পুলিশ আধিকারিক নয়ন কিংবা তিনি জেলা তৃণমূল কংগ্রেসের কোন বড় পদাধিকারী ছিলেন না। সুতরাং জেলা পুলিশ সুপার কিংবা পুলিশকে নিয়ন্ত্রণ করার মত ক্ষমতা কি আদৌ আনারুলের ছিল সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। সিবিআই-এর চার্জশিটে এটা স্পষ্ট হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছিলেন আনারুলের বিরুদ্ধে আর তাতেই সীলমোহর দিয়েছে সিবিআই।

এখানে সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশ কর্তারা ঘটনাস্থলের খুব কাছাকাছি থাকার পরও কেন সেদিন ওই গ্রামে পরিদর্শনে যায়নি তা নিয়ে প্রশ্ন তোলা হলো না সে নিয়ে বিস্ময় প্রকাশ করেছে ওয়াকিবহাল মহল।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ