কলকাতা 

ট্রেনের ভেন্ডার কামরার অনুকরনে পন্য পরিবহনের লক্ষ্যে দুই বগির ট্রাম চালানোর পরিকল্পনা পরিবহন দপ্তরের

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার শহরের ঐতিহ্য ট্রামকে যাত্রীর পাশাপাশি পন্য পরিবহনের কাজেও ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্যে নোনাপুকুর ট্রাম ডিপোতে আট’টি নতুন ধরনের ট্রাম তৈরির বরাত দেওয়া হয়েছে বলে পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে। এজন্যে খরচ হবে ৪৮ লক্ষ টাকা।
মূলত ট্রেনের ভেন্ডার কামরার অনুকরনে তৈরি দুই বগির এই ট্রামগুলিকে রাতে ও ভোরের দিকে শিয়ালদা-বড়বাজার-হাওড়া, শ্যামবাজার-হাতিবাগান-ধর্মতলা সহ বিভিন্ন রুটে চালান হবে বলে পরিকল্পনা করা হয়েছে। ইস্টওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ সম্পূর্ন হয়ে গেলেই আগামী বছরের শেষে এই পন্য পরিবহনবাহী ট্রামগুলিকে রাস্তায় নামানো হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

7 − 4 =