দেশ 

বিশুদ্ধ পানীয় জল সরবরাহের লক্ষে কেন্দ্রীয় সরকার, এশিয়ান উন্নয়ন ব্যাঙ্কের চব্বিশ কোটি মার্কিন ডলারের ঋণ পেতে একটি চুক্তি স্বাক্ষর করল

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : রাজ্যের তিনটি জেলায় সাড়ে ১৬ লক্ষ মানুষকে  লবণমুক্ত, আর্সেনিক এবং ফ্লুওরাইড-বিহীন বিশুদ্ধ পানীয় জল সরবরাহের লক্ষে কেন্দ্রীয় সরকার, এশিয় উন্নয়ন ব্যাঙ্কের চব্বিশ কোটি মার্কিন ডলারের ঋণ পেতে একটি চুক্তি স্বাক্ষর  করেছে।  পশ্চিমবঙ্গ পানীয় জল উন্নয়ন প্রকল্পের আওতায় কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অতিরিক্ত সচিব সমীর কুমার খারে এবং এশিয়ান উন্নয়ন ব্যাঙ্কের ভারতের দায়িত্বপ্রাপ্ত অধিকর্তা কেনিচি ইওকোয়ামা এই মর্মে বুধবার চুক্তি স্বাক্ষর করেন। এর ফলে বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগণা জেলায় ৩লক্ষ ৯০ হাজার বাড়িতে মিটার বসিয়ে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হবে।

রাজ্যে গ্রামীণ এলাকায় ভূগর্ভস্থ জলের উপর নির্ভরতা বেশি। এই জলে অনেক সময় আর্সেনিক বা ফ্লুরাইড প্রচুর পরিমাণে থাকায় হাড়ের অসুখ,ক্যান্সার সহ   স্বাস্থ্যজনিত নানা সমস্যা দেখা দেয়। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অতিরিক্ত সচিব   সমীর খারে জানিয়েছেন, এই প্রকল্প রূপায়ণের মাধ্যমে গ্রামীণ এলাকায় ভূগর্ভস্থ জলের যথেচ্ছ ব্যবহার হ্রাস পাবে, তার ফলে এইসব স্বাস্থ্য সমস্যা থেকে রেহাই মিলবে। এশিয় উন্নয়ন ব্যাঙ্ক౼ ADB র   ভারতের দায়িত্বপ্রাপ্ত অধিকর্তা কেনিচি ইওকোয়ামা বলেন, উন্নত এই জল ব্যবস্থাপনার মাধ্যমে ভূগর্ভস্থ দূষিত জল থেকে অসুখ ছড়ানো হ্রাস পাবে।

Advertisement

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × two =