কলকাতা 

Nupur Sharma : নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে সম্প্রীতি বিপন্ন হয়েছে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক প্রস্তাব পাস রাজ্য বিধানসভায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিজেপির সাসপেন্ডেড মুখপাত্র নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে বাংলার বিভিন্ন প্রান্তে সম্পর্কের বাতাবরণ বিনষ্ট হচ্ছে বলে আজ বিধানসভায় অভিযোগ করা হয়েছে। বাংলা সব সময় শান্তি এবং সম্প্রীতির পক্ষে থাকব এই মর্মে আজ বিধানসভায় প্রস্তাব নেওয়া হয়েছে।

আজ সোমবার বিধানসভার অধিবেশনে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, ”রাজ্যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে অগ্রণী ভূমিকা নিয়েছি। তবে সারা দেশে যেভাবে সম্প্রীতি নষ্টের চেষ্টা হয়েছে, তা আসলে মূল বিষয় কর্মসংস্থান ও উন্নয়ন থেকে নজর ঘোরানোর চেষ্টা। ধর্মের নামে, বিজেপির এক মুখপাত্র মন্তব্যের জেরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা চলছে। এই ধরনের মন্তব্য করা এবং তাকে ঘিরে উস্কানি দেওয়ার চেষ্টার বিরুদ্ধে অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।”

Advertisement

এরপর মুখ্যমন্ত্রী সকলের কাছে আবেদন করে বলেন, ”আপনারা সকলে হাত তুলে পার্থদার প্রস্তাব সমর্থন করুন।” পরে তা গৃহীত হয়েছে।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ