দেশ 

Hardik Patel: আগামী কালই বিজেপিতে যোগ দিচ্ছেন হার্দিক

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

গুজরাটের পাতিদার নেতা হার্দিক পটেল কংগ্রেস ছাড়ার দু’সপ্তাহের মাথায় আগামী ২ জুন, বৃহস্পতিবার গান্ধীনগরে বিজেপির রাজ্য সভাপতি সি আর পাটিলের উপস্থিতিতে পদ্ম শিবিরে যোগ দিচ্ছেন । কংগ্রেস ছাড়ার পরে ধারাবাহিক ভাবে কংগ্রেসকে আক্রমণ করে আসছিলেন তিনি। এমনকি পদত্যাগ করার আগেই বিজেপির প্রশংসা শোনা গিয়েছিল তাঁর গলায়। সব মিলিয়ে রাজনৈতিক শিবিরের বক্তব্য ছিল, হার্দিকের মোদী-শিবিরে যোগ দেওয়া সময়ের অপেক্ষামাত্র।

বিজেপি শিবিরের দাবি, হার্দিককে পাওয়া গুজরাট ভোটের আগে যথেষ্ট স্বস্তিজনক। গত গুজরাট বিধানসভা ভোটের আগে যখন যেখানে সভা করেছিলেন হার্দিক, গড়ে আড়াই লাখ মানুষের ঢল ছিল। বিজেপির রাতের ঘুম কেড়ে নিয়ে সুরাত থেকে রাজকোট মোদী-বিরোধী স্লোগানে ভরিয়ে দিয়েছিলেন তিনি। পাতিদার সংরক্ষণ নিয়ে আন্দোলনই ছিল হার্দিকের রাজনীতিতে আসার প্রাথমিক কারণ।

Advertisement

কংগ্রেস নেতৃত্বের দাবি, হার্দিক পটেল বিজেপিতে যোগ দিচ্ছেন ঠিকই। গুজরাট থেকে এআইসিসি-র নেতা শক্তিসিন গোহিল বলেন, ‘‘বিজেপি আসলে হার্দিককে ‘কাট টু সাইজ়’ করে ফেলছে। যে দিন হার্দিক সনিয়া গান্ধীকে পদত্যাগপত্র পঠিয়েছিলেন, সে দিনই বলেছিলাম, ওই পদত্যাগপত্রও বিজেপির লিখে দেওয়া। হার্দিক এত দিন বলার চেষ্টা করছিলেন, তিনি বিজেপিতে যাবেন না আম আদমি পার্টিতে যাবেন— তা নিয়ে ভাবছেন। বাস্তবে হার্দিক এখন বিজেপির হাতের পুতুল। তাঁর প্রতিটি পদক্ষেপ বিজেপিই ঠিক করে দেবে। হয় তাঁকে ইডি বা গোপন সিডি-র ভয় দেখানো হয়েছে, না হলে লোভ দেখানো হয়েছে।’’

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ