কলকাতা 

CSC : কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ পর্ব হঠাৎ স্থগিত! কেন স্থগিত? নেপথ্যে রহস্য কি? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  কলেজ সার্ভিস কমিশন এর ইন্টারভিউ পর্ব হঠাৎ স্থগিত হয়ে গেছে। কলেজ সার্ভিস কমিশন এক বিজ্ঞপ্তি জারি করে বলেছে কমিশনের সংস্কারের জন্য জুন মাসে কোন ইন্টারভিউ হবে না। মনে করা হচ্ছে ২০১৮ সালে মেধা তালিকাভুক্ত বঞ্চিত প্রার্থীদের আন্দোলনের ফলে এই ইন্টারভিউ পর্ব স্থগিত করা হয়েছে।

যদিও অনেকেই বলছেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী গত ২৬ শে মে কলেজ সার্ভিস কমিশন এর ইন্টারভিউতে ডাক পেয়েছিল এবং তিনি ইন্টারভিউ দিয়েছেন। এই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় সরকার বেশ খানিকটা ব্যাকফুটে চলে গেছে। এই অবস্থায় ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে বলে ওয়াকিবহাল মহল মনে করছে।

Advertisement

তবে আরেকটি সূত্র দাবি করছে ২০১৮ সালের কলেজ সার্ভিস কমিশন এ যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন উজ্জল ছাত্র-ছাত্রী থাকা সত্ত্বেও মেধাতালিকায় স্থান পেলেও এখনো পর্যন্ত অধ্যাপক এর চাকরি তারা পাননি। কলেজ সার্ভিস কমিশন এর মেধা তালিকায় স্থান পেয়ে বঞ্চিত হওয়ার কারণে এই সকল তালিকাভুক্ত পরীক্ষার্থীরা এখন রাস্তায় বসে আন্দোলন করছে। এই প্রেক্ষাপটে নবান্ন সিদ্ধান্ত নিয়েছে যে এবার ওই বঞ্চিত মেধা তালিকাভুক্ত প্রার্থীদের আবেদনকে খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, গত ২৭ মে বাংলার জনরব এর ইউটিউব চ্যানেলে মেধা তালিকায় স্থান পেয়েও বঞ্চিতদের পক্ষে বেশ কয়েকজন লাইভ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এবং তাদের বঞ্চনার ইতিহাস বিস্তারিত ভাবে ওই প্রোগ্রামের তারা বলেছিলেন। এই অনলাইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত আইনজীবী শামিম আহমেদ। এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হওয়ার পরেই সরকার পক্ষ নড়েচড়ে বসেছে বলে জানা গেছে।

তারপরই কলেজ সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে আগামী জুন মাসে কোন ইন্টারভিউ হবে না।এদিকে ২০১৮ কলেজ সার্ভিস কমিশনের মেধা তালিকাভুক্তদের সংগঠনের পক্ষে ক্ষুদিরাম চক্রবর্তী বলেছেন “এসএসসির মতন সিএসসি ভবনে আধা-সেনা পাঠিয়ে ডেটা রুমের দখল নেওয়া হোক।”

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ