Featured Video Play Iconকলকাতা 

‘ন্যায় বিচারের দাবীতে রাস্তায় আন্দোলন চলবে, একই সঙ্গে চলবে আইনি লড়াই ‘বাংলার জনরব’ র ইউটিউব লাইভ অনুষ্ঠানে কলেজ সার্ভিস কমিশনের মেধা তালিকায় থাকা বঞ্চিতদের পক্ষে দাবি করলেন প্রিয়াঙ্কা – হিমাদ্রি – ক্ষুদিরাম ও বিনয়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরী : ন্যায় বিচারের দাবীতে রাস্তায় আন্দোলন চলবেই একই সঙ্গে চলবে আইনি লড়াই । স্কুল সার্ভিস কমিশনের পর এবার কলেজ সার্ভিস কমিশন এর মেধা তালিকায় থাকা বঞ্চিতদের পক্ষে এমনই দাবি করলেন প্রিয়াঙ্কা কুন্ডু, হিমাদ্রি মন্ডল, বিনয় কৃষ্ণ পাল ও ক্ষুদিরাম চক্রবর্তী। গত ২৭ মে শুক্রবার বাংলার জনরব এর ইউটিউব চ্যানেলের লাইভ অনুষ্ঠানে যোগ দিয়ে দৃঢ় কন্ঠে এই দাবি জানালেন মেধা তালিকায় থাকা বঞ্চিতরা।

এদিনের অনুষ্ঠানে সূচনাতেই কলেজ সার্ভিস কমিশন এর মেধা তালিকায় থাকা বঞ্চিতদের মধ্যে হিমাদ্রি মন্ডল বিস্তারিত আন্দোলনের প্রেক্ষাপট বর্ণনা করেন। এরপর বিনয় কৃষ্ণ পাল ইউজিসির নিয়মাবলী থেকে শুরু করে বর্তমান কলেজ সার্ভিস কমিশন এর নিয়মাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আন্দোলনকারী হবু কলেজ শিক্ষকদের পক্ষে ক্ষুদিরাম চক্রবর্তী বিস্তারিত তথ্য সহকারে দাবি করেন কোথায় কোথায় অনিয়ম হয়েছে। তিনি রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেন কলেজ সার্ভিস কমিশন এর বর্তমান চেয়ারম্যান দীপক করের দিকে।

Advertisement

বিশিষ্ট আইনজীবী শামিম আহমেদ বঞ্চিতদের বক্তব্য শোনার পর বলেন, ২০১৮ সালের কলেজ সার্ভিস কমিশন যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেই বিজ্ঞপ্তিতে গলদ আছে। ইউজিসির নতুন নোটিফিকেশন কে এড়িয়ে যাওয়ার জন্য বিজ্ঞপ্তিতে অন্য তারিখ দেওয়া ছিল জানিয়ে আমরা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছি। শামীম আহমদ বঞ্চিত হবু কলেজ শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন আপনারা হাল ছাড়বেন না আইনি লড়াই যেমন চলছে চলুক একই সঙ্গে রাস্তার আন্দোলন থেকে সরে আসবেন না।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্রী প্রিয়াঙ্কা কুন্ডু বলেন, ভূগোলের মেধাতালিকায় অনেকেই চাকরি পেয়েছেন যাঁরা কম মেধা সম্পন্ন। শুধুমাত্র ইন্টারভিউতে বেশি নম্বর দিয়ে পাস করানো হয়েছে বলে অভিযোগ করলেন প্রিয়াঙ্কা কুন্ডু। প্রিয়াঙ্কা কুন্ডু কলকাতা বিশ্ববিদ্যালয় ভূগোলে সর্বোচ্চ নম্বর পেয়ে স্বর্ণ পদক পেয়েছিলেন। আর সমাবর্তন অনুষ্ঠানে সেই স্বর্ণপদক প্রিয়াঙ্কার হাতে তুলে দিয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই কৃতি ছাত্রী প্রিয়াঙ্কা কুন্ডু আজ কলেজ শিক্ষকের চাকরির দাবিতে আন্দোলন করছেন এটা  বাংলার কাছে সত্যিই বিস্ময়ের বিষয়।

বাংলার জনরব এর ইউটিউব লাইভ অনুষ্ঠানে কলেজ সার্ভিস কমিশন এর মেধা তালিকায় থাকা বঞ্চিতরা কী বললেন এবং বিশিষ্ট আইনজীবী শামীম আহমদ কী পরামর্শ দিলেন তা বিস্তারিত জানতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে। পাঠকের সুবিধার্থে সেই অনুষ্ঠানের লিংক আমরা এই খবরের সঙ্গে জুড়ে দিলাম আগ্রহীরা তা দেখে নিতে পারবেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ