জেলা 

Abhishek Banerjee : “আমার বলতে লজ্জা লাগে বিচারব্যবস্থায় ১-২ জন এমন আছেন, যাঁরা সম্পূর্ণ যোগসাজশে তল্পিবাহক হিসাবে কাজ করছেন”: অভিষেক বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: সম্প্রতি কলকাতা হাইকোর্ট একাধিক মামলায় সিবিআই তদন্তের আদেশ দেওয়ার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস দল যে বেজায় অস্বস্তিতে রয়েছে তা নিয়ে কোন সন্দেহ নেই। বিশেষ করে এসএসসির দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষা মন্ত্রী ও বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রীকে যেভাবে বারবার সিবিআই জিজ্ঞাসাবাদ করছে তাতেই শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যের মানুষের কাছে অনেকটাই জনভিত্তি হারিয়েছে বলে মনে করা হচ্ছে।

অবশ্য এ নিয়ে তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত বিচার ব্যবস্থার বিরুদ্ধে কোনো মন্তব্য করেননি। একই সঙ্গে মমতার ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূলের প্রথম সারির নেতারা যেমন পার্থ চট্টোপাধ্যায় কিংবা ফিরহাদ হাকিমরা কলকাতা হাইকোর্টের রায় নিয়ে কোনো মন্তব্য করেননি। এদিকে আজ পূর্ব মেদিনীপুরের হলদিয়াতে শ্রমিক সমাবেশে ভাষণ দিতে গিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না করে কয়েকজন বিচারপতির সমালোচনা করেছেন। তিনি এইসব বিচারপতিকে তল্পিবাহক বলে মন্তব্য করেছেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে ঘিরে বঙ্গ রাজনীতি তোলপাড় হতে চলেছে বলে অনুমান করা হচ্ছে।

Advertisement

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার বলতে লজ্জা লাগে বিচারব্যবস্থায় ১-২ জন এমন আছেন, যাঁরা সম্পূর্ণ যোগসাজশে তল্পিবাহক হিসাবে কাজ করছেন। ১ শতাংশ হবে। কিছু হলেই সিবিআই দিচ্ছে। খুনের মামলায় স্থগিতাদেশ দিচ্ছে। শুনেছেন কোনওদিন? আদালত নিরাপত্তা দিতে পারে।

অধিকার আছে। আপনার যদি মনে হয় সত্যি কথা বলার জন্য ব্যবস্থা নেবেন তো নিতে পারেন। আমার তাতে কিছু যায় আসে না। ক্যামেরার সামনে সত্যি কথা ২ হাজার বার বলব। ১০ হাজার বার বলব। সত্যি বলতে আমার বিবেকে বাধে না।”

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ