কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

Parha Ghosh : চলে গেলেন প্রখ্যাত বাচিক শিল্পী পার্থ ঘোষ, শোকের ছায়া সংস্কৃতি মহলে

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: আজ শনিবার সকালে রাজ্যের বিনোদন ও সংস্কৃতি মহলে শোকের ছায়া নেমে এসেছে। এদিন সকালে পরলোক গমন করলেন প্রখ্যাত বাচিক শিল্পী পার্থ ঘোষ।শনিবার সকাল ৭.৩৫ মিনিটে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন শিল্পী।

পরিবার সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, কয়েকদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন শিল্পী। সম্প্রতি গলায় অস্ত্রোপচারের জন্য তাঁকে ভরতিও করা হয় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন শিল্পী। বয়স হয়েছিল ৮৩। শনিবার নিমতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে শিল্পীর।

Advertisement

২০২১ সালের ২৬ আগস্ট শেষ নিশ্বাস ত্যাগ করেন পার্থ ঘোষের স্ত্রী বাচিকশিল্পী গৌরী ঘোষ। আর এবার চলে গেলেন শিল্পী পার্থ। পার্থ ঘোষ ও গৌরী ঘোষ জুটির ‘কর্ণ-কুন্তী সংবাদ’ জনপ্রিয় ছিল আবৃত্তি প্রেমীদের কাছে। ‘কুন্তী’ গৌরী আগেই প্রয়াত হয়েছেন আর এবার প্রয়াত হলেন ‘কর্ণ’ পার্থও।

রেডিওর উপস্থাপক হিসেবে পেশাজীবন শুরু হয় আবৃত্তিকার দম্পতির। দীর্ঘ দিন আকাশবাণী কলকাতার সঙ্গে যুক্ত ছিলেন তাঁরা। পার্থ ঘোষের প্রয়াণে একটি যুগের অবসান হল।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ