জেলা 

ভাঙড়বাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন বিধায়ক মহঃ নওসাদ সিদ্দিকীর , কেন কৃতজ্ঞ তিনি ভাঙড়বাসীর কাছে ? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : দেখতে, দেখতে একটা গোটা বছর পেরিয়ে গেল।এই এক বছর জানকবুল করে লড়াইয়ের বছর, মাটি কামড়ে হিংস্র বাহিনীর সঙ্গে টক্কর দেওয়ার বছর। নির্বাচন পরবর্তী হিংসায় আমরা ক্ষতবিক্ষত হয়েছি।

কিন্তু ‘বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী’।  শত বাধা বিপত্তিকে অতিক্রম ভাঙড়ের মানুষ আমাকে যে তাদের মূল্যবান ভোট দিয়েছিলেন তাঁদের অশেষ ধন্যবাদ।

Advertisement

সংগঠনের কর্মীদের কঠিন লড়াইয়ের জন্য ধন্যবাদ দিয়ে ছোট করবো না। তাদের স্নেহ আমার অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের অফুরান অক্সিজেন।

আগামী দিনে বিরোধী দলের মানুষ সহ ভাঙড়ের সকল সাধারণ মানুষকে নিয়ে একসাথে ফিরিয়ে আনবোই শান্তি; এটাই আমার আগামী লক্ষ্য।

ভাঙড়ে ফিরে আনবোই শান্তি ও সম্প্রীতি। কোন রাজনীতির হানাহানি এখানে থাকবে না। বিশ্বদরবারে শান্তির বার্তা ছড়িয়ে দেবে ভাঙড়।

ভাঙড় পথ দেখাক পশ্চিমবাংলার মানুষকে।

আমার স্বপ্ন, ভাঙড়ের ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হোক; বিভিন্ন বিষয়ের গবেষণায় অংশ নিক। নানারকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসুক। এজন্য উদ্যোগ গ্রহণ করছি। আশাকরি সবার সর্বাত্মক সহযোগিতা পাবো। নারীর ক্ষমতায়ন ও নেতৃত্বের বিষয়টিও সবিশেষ গুরুত্ব দেবো।

আমাদের অঙ্গীকার নিরক্ষরতা মুক্ত ভাঙড়।

আমাদের অঙ্গীকার উপযুক্ত ও আধুনিক স্বাস্থ্য পরিকাঠামো।

আমাদের অঙ্গীকার ভাঙড়বাসীর সমান অধিকার ও সমসুযোগ।

আমাদের অঙ্গীকার ভাঙড়ের পরিবেশ ও জলাশয় রক্ষা।

আমাদের অঙ্গীকার ভাঙড়ে কৃষিভিত্তিক ছোট শিল্পের বিকাশ। যে শিল্প এই অঞ্চলের সাথে মেলবন্ধন ঘটাবে জাতীয় ও আন্তর্জাতিক অর্থনীতিকে।

একজন পর্বতারোহী যখন ওপরে উঠতে থাকেন, তিনি পিছলে পড়েন, দুই তিন ধাপ নিচে নেমে যান। কিন্তু ওপরে ওঠা থামান না তিনি।

আমিও সেইরকম পিছলে পড়ি কিন্তু ওপরে ওঠা থামাই না, কোনদিন থামাবোও না।গত এক বছরে আমার কেন্দ্রের বহু মানুষকে নানান কারণে আমি আমার সাধ্যমত আর্থিক সাহায্য করেছি। তাঁদের নানান প্রয়োজনে পাশে দাঁড়িয়েছি। এটাও জানিয়ে রাখা প্রয়োজন, বিধায়ক তহবিলে বরাদ্দকৃত অর্থ যথাসময়ে খরচ করা হবে। এই অর্থ এখন প্রক্রিয়াকরণের মধ্যে আছে।

সারা রাজ্যের অসহায়,নিপীড়িত, বঞ্চিত মানুষগুলির পাশে থাকার সুযোগ করে দেওয়ার জন্য ভাঙড়বাসীকে ধন্যবাদ।

সাংবিধানিক গণতন্ত্র, সামাজিক ন্যায় ও মর্যাদা’র লক্ষ্যে আমাদের পথচলা থামবে না।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ