কলকাতা 

খাস কলকাতার হরিদেবপুরের অটো থেকে উদ্ধার তাজা বোমা, আগ্নেয়াস্ত্র ও বুলেট, শহর জুড়ে চাঞ্চল্য

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: কলকাতার হরিদেবপুর থেকে উদ্ধার হলো ১৯ টি তাজা বোমা একটি আগ্নেয় অস্ত্র এবং বুলেট।হরিদেবপুরে এলাকার ৪১ পল্লি ক্লাবের সামনে একটি পরিত্যক্ত অটোর ভিতরে রাখা ছিল বোমাগুলি। উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র এবং বুলেট।

জানা গেছে, এদিক সকালে ৪১ পল্লি ক্লাবের সামনে পরিত্যক্ত ওই অটো দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে হরিদেবপুর থানার পুলিশ। অটোর ভিতর থেকে ১৯টি তাজা বোমা উদ্ধার করা হয়। একটি আগ্নেয়াস্ত্র লুকনো ছিল তাতে। কয়েক রাউন্ড বুলেট উদ্ধারের কথাও শোনা গিয়েছে।

Advertisement

জানা গিয়েছে, অটোটি হরিদেবপুর রুটের নয়। তার পিছনে বিজয়গড় থেকে চক্রবেড়িয়া লেখা ছিল বলে খবর। ৪১ পল্লি ক্লাবের সামনের রাস্তাটি সরু এবং বেশ ব্যস্ত। সেই রাস্তায় কীভাবে এই অটো এল? কেনই বা অটোর ভিতরে এতগুলি বোমা, আগ্নেয়াস্ত্র এবং বুলেট মজুত করে রাখা ছিল? এর নেপথ্যে কোনও বড়সড় নাশকতার ছক ছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, গত শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার কুন্দখালি গোদাবার গ্রাম পঞ্চায়েতের কেল্লার বাজার এলাকায় মিলল বেআইনি অস্ত্র কারখানার হদিশ পেয়েছে পুলিশ। অভিযোগ, পোলট্রি ফার্মের আড়ালেই চলত বেআইনি ওই অস্ত্র কারখানা (Arms Factory)। ঠিক তার পরদিনই খাস কলকাতার হরিদেবপুরে এই বোমা উদ্ধারের ঘটনা ঘটল। এমন ঘটনা ওই এলাকায় এর আগে কখনও ঘটেছে বলে মনে করতে পারছেন না স্থানীয় বাসিন্দা। ঘটনায় বেশ উদ্বিগ্ন তাঁরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ। প্রয়োজনে প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ