দেশ 

Prashant Kishore : সোনিয়ার শর্ত মেনে প্রশান্ত কিশোর কী কংগ্রেসে যোগ দেবেন? কি সেই শর্ত? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ভোট কৌশলী প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদান শুধু সময়ের অপেক্ষা। যতদিন দেশ থাকবে ততদিন কংগ্রেস থাকবে প্রশান্ত কিশোরের এই শ্লোগানে আশ্বস্ত হয়েছেন সোনিয়া-রাহুল প্রিয়াঙ্কা। তাই প্রশান্ত কিশোরকে কংগ্রেস নিতে কোনো আপত্তি করছে না। ইতিমধ্যে সোনিয়া গান্ধী কংগ্রেসের প্রবীণ নেতাদের সঙ্গে প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদান নিয়ে আলোচনা করেছেন। সেই আলোচনাতে কংগ্রেসের সব প্রবীণ নেতা প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদানকে স্বাগত জানিয়েছেন।

তবে শর্তসাপেক্ষে সেই যোগদান হবে। কি সেই শর্ত? কংগ্রেসের প্রবীণ নেতারা সোনিয়া গান্ধীর কাছে প্রস্তাব রেখেছেন যে প্রশান্ত কিশোর ভারতের একাধিক রাজনৈতিক দলের হয়ে কাজ করেছেন এবং করছেন। এই পরিস্থিতিতে তাকে দলে নেওয়া কি ভালো হবে? তাই প্রবীণ কংগ্রেস নেতারা প্রস্তাব দিয়েছেন প্রশান্ত কিশোর যদি অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তবেই তাকে কংগ্রেসে যোগদানের সবুজ সংকেত দেওয়া যেতে পারে।

Advertisement

জানা গেছে, আজ শুক্রবার সোনিয়া গান্ধী প্রশান্ত কিশোরকে কংগ্রেস দলের এই প্রস্তাব জানিয়ে দিয়েছেন। এবার প্রশান্ত কিশোর কংগ্রেসের যোগ দিতে চান কিনা সেটা তার কোর্টে বল থাকলো। এখন দেখার বিষয় কংগ্রেসের এই প্রস্তাব মেনে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে প্রশান্ত কিশোর কংগ্রেসে যোগদান করে কিনা!

জানা গেছে কম করে চার বার প্রশান্ত কিশোর কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন এবং তিনি কংগ্রেসে যোগদান করতে ইচ্ছুক বলে জানিয়েছেন। একই সঙ্গে আগামী দিনে দেশে কংগ্রেসই বিকল্প সরকার দিতে পারে বলে প্রশান্ত কিশোর যুক্তিপূর্ণ বক্তব্য রেখেছেন কংগ্রেসের অভ্যন্তরে। তিনি ৬০০টি স্লাইড শো এর মাধ্যমে কংগ্রেস নেতাদের বুঝিয়েছেন কিভাবে কংগ্রেস এই দেশে আবার পুনরুত্থান করতে পারে এবং বিজেপির বিকল্প হিসেবে আগামী ২০২৪ সালের নির্বাচনে জনগণের আশীর্বাদ পেতে পারে। তবে সবকিছু নির্ভর করছে প্রশান্ত কিশোরের সিদ্ধান্তের উপরে কংগ্রেস তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। প্রশান্ত কিশোরকে কংগ্রেসে যোগ দিতে হলে তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করতে হবে এই শর্ত মানলে যে কোন দিনই প্রশান্ত কিশোর কংগ্রেসে যোগ দিতে পারেন।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ