কলকাতা 

Abhishek Banerjee: কয়লা পাচার-কাণ্ডে ইডির সমনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বলেছিলেন মাথানত করবেন না। বিজেপি যতই এজেন্সি দিয়ে ভয় দেখাস না কেন তিনি বিজেপির কাছে মাথা নত করবে না। মোদি সরকার ভয় পেয়েছে তাই এজেন্সি দিয়ে আমাদের তিন ভয় দেখাচ্ছে। গতকাল রবিবার দিল্লি যাওয়ার আগে এই মন্তব্য করলেও আজ সোমবার কয়লা-কাণ্ডে ইডির সমনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। ইডির সমন পেয়ে রবিবারই দিল্লিতে পৌঁছে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যাওয়ার আগে আবার এক বার বিজেপি-র বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব হন ডায়মন্ড হারবারের সাংসদ।

রবিবার দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে অভিষেক বলেন, ‘‘যাঁদের বিরুদ্ধে প্রমাণ, কাগজ মুড়িয়ে টাকা নিতে দেখা গিয়েছে, তাঁদের সিবিআই, ইডি ডাকে না। তখন ওঁদের চোখে ছানি পড়ে যায়। এই কারণেই তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে।’’ তিনি আরও বলেন, ‘‘এদের গাত্রদাহ কেন? কারণ এরা বাংলায় হেরেছে। গত বছর এদের আমরা ল্যাজেগোবরে করেছি। বাংলার মানুষ বহিরাগতদের তাড়িয়েছে। বাংলার মানুষ মেরুদণ্ড বিক্রি করেনি বলে গায়ে জ্বালা।’’

Advertisement

যাইহোক আজ সুপ্রিম কোর্ট এই আবেদনে কী বলেন সেই দিকে তাকিয়ে রয়েছে বাংলার মানুষ।

প্রসঙ্গত, এর আগে তিনি দিল্লি হাই কোর্টে আবেদন করেছিলেন। অভিষেকের কথায়, ‘‘দীর্ঘ দিন শুনানির পর তিন মাস রায় স্থগিত রাখা হয়েছিল। গত ১০ তারিখ চার রাজ্যে নির্বাচনে বিজেপি জেতার পর ১১ তারিখ আমার পিটিশন খারিজ করে দেওয়া হয়েছে।’’


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ