জেলা 

Deucha Panchami: ডেউচায় জমিদাতা পরিবারের এক জনকে সরকারি চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক :  বীরভূম জেলার ডেউচা-পাঁচামি কয়লা ব্লক প্রকল্পের কাজ শুরু করার আগে স্থানীয় বাসিন্দাদের সম্মতি নেয়া হবে বলে আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। এ ব্যাপারে জমিদাতাদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং চাকরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। সোমবার সেই জমিদাতা বা তাঁদের প্রার্থীকে চাকরি দেওয়ার প্রস্তাবে সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা।

এ দিন মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, জমিদাতাদের পরিবারের এক জনকে সিনিয়র বা জুনিয়র কনস্টেবলের পদে চাকরি দেওয়া হবে। সেই জন্য সরকার ৫১০০ নতুন পদ তৈরি করেছে। প্রাথমিক ভাবে ওখানে এক হাজার একর জমি রয়েছে রাজ্য সরকারের হাতে। তা দিয়েই কাজ শুরু হবে। এর পরে যাঁরা জমি দিতে চাইবেন, চাকরি ছাড়াও তাঁদের ক্ষতিপূরণ এবং জমির পাট্টা দেবে রাজ্য। ইতিমধ্যেই ১৩৯ জন জমি দিতে রাজি হয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, “যাঁরা জমি দিচ্ছেন, তাঁদের পাট্টাও দেব। জমির বদলে জমি দেব। পাট্টা, ক্ষতিপূরণ— সবই দেব।”

Advertisement

প্রশাসনিক সূত্রের খবর, সরকারের হাতে যে-জমি রয়েছে, সেখানেই প্রকল্পের কাজ শুরু হবে। আরও জমি পেতে সাধারণ মানুষের সঙ্গে আলোচনা চালাচ্ছে জেলা প্রশাসন। প্রত্যেকের সম্মতি নিয়ে এবং ক্ষতিপূরণ প্যাকেজ জানিয়ে তবেই তাঁদের কাছ থেকে জমি নেওয়া হবে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ