দেশ 

UP Election 2022: যোগী আদিত্যনাথের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন প্রখ্যাত দলিত নেতা চন্দ্রশেখর আজাদ ওরফে রাবণ, চাপে বিজেপি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরী : উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই যেন আকর্ষণ বেড়ে চলেছে। একদিকে বিজেপি সমাজবাদী পার্টি ও কংগ্রেস দল ভাঙার চেষ্টা করছে অন্যদিকে সমাজবাদী পার্টি বিজেপির একের পর এক মন্ত্রীকে নিয়ে শোরগোল তুলে দিয়েছে উত্তরপ্রদেশের রাজনীতিতে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিশিষ্ট দলিত নেতা এনআরসি আন্দোলনের অন্যতম মুখ চন্দ্রশেখর আজাদ আজ ঘোষণা করেছেন তিনি গোরক্ষপুর সদর বিধানসভা কেন্দ্রে যোগী আদিত্যনাথ এর বিরুদ্ধে ভোটে দাঁড়াবেন। চন্দ্রশেখর আজাদ ওরফে রাবণ দলিত নেতা হিসাবে সমগ্র উত্তর ভারতে পরিচিত মুখ। তাঁর প্রতিষ্ঠিত ভিম আর্মি রীতিমতো বিজেপি দলের কাছে ত্রাসে পরিণত হয়েছে।

একইসঙ্গে চন্দ্রশেখর আজাদ প্রতিষ্ঠা করেছেন আজাদ সমাজ পার্টি নামে একটি রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দল এবারের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আগেই ঘোষণা করেছিল। আজ বৃহস্পতিবার চন্দ্রশেখর আজাদ ওরফে রাবণ উত্তরপ্রদেশের ৩৩টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন। আজাদ সমাজ পার্টির পক্ষ থেকে তেত্রিশটা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

Advertisement

সেখানেই দেখা যাচ্ছে আজাদ সমাজ পার্টির পক্ষ থেকে গোরক্ষপুর সদর বিধানসভা কেন্দ্রে  প্রার্থী হয়েছেন চন্দ্রশেখর আজাদ ওরফে রাবণ। এন আর সি ও সি এ এ আন্দোলন চলাকালীন সময়ে চন্দ্রশেখর আজাদকে গ্রেপ্তার করেছিল যোগীর পুলিশ। তা নিয়ে দেশজুড়ে শোরগোল পড়ে ছিল পরবর্তীকালে আদালতের নির্দেশে চন্দ্রশেখর আজাদ মুক্তি লাভ করেছিল। এরপরেই সমগ্র দেশ জুড়ে চন্দ্রশেখর আজাদ এন আর সি ও সি এ এ আন্দোলনের মুখ হিসেবে উঠে আসেন।

একইসঙ্গে দলিত নেতা হিসাবে উত্তরপ্রদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেতা হলেন চন্দ্রশেখর আজাদ। তিনি সরাসরি যোগীর বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত জানানোর পর যোগী আদিত্যনাথ অনেকটাই যে চাপে পড়ে গেলেন তা নিয়ে কোন সন্দেহ নেই।

জানা গেছে, চন্দ্রশেখর আজাদকে সমর্থন জানাতে পারে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির সহ সমগ্র বিরোধীদল। যদি চন্দ্রশেখর আজাদকে সামনে রেখে সমগ্র বিরোধীদল তাঁর পাশে দাঁড়িয়ে যায় তাহলে অনেকটাই বিপাকে পড়বে যোগী আদিত্যনাথ বলে রাজনৈতিক মহল মনে করছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ