কলকাতা 

Post Poll Violence : ভোট-পরবর্তী হিংসায় নন্দীগ্রামে বিজেপি কর্মী খুনের মামলায় শেখ সুফিয়ানকে এখনই গ্রেপ্তার নয় নির্দেশ সুপ্রিম কোর্টের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ভোট-পরবর্তী হিংসায় নন্দীগ্রামের বিজেপির কর্মী খুনের মামলায় তৃণমূল নেতা নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানকে সামরিক জামিন দিল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত উল্লেখ্য কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই ভোট পরবর্তী হিংসা মামলার তদন্ত করছে। সেই মামলার তদন্তে নন্দীগ্রামে বিজেপি কর্মী খুন খুনের সঙ্গে নাম লড়াই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি শেখ সুফিয়ানের। তিনি জামিনের জন্য কলকাতা হাইকোর্টে আগাম আবেদন করলে সেই আবেদন খারিজ হয়ে যায় এর পরেই তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেন।আজ বৃহস্পতিবার সেই আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ৩১ জানুয়ারি, পরবর্তী শুনানি পর্যন্ত তাঁকে গ্রেফতার করতে পারবে না সিবিআই।

নন্দীগ্রামে মমতার নির্বাচনী এজেন্ট ছিলেন শেখ সুফিয়ান। ভোট পরবর্তী সময় নন্দীগ্রামে এক বিজেপি কর্মী খুনের ঘটনায় জড়িয়ে যায় তাঁর নাম। কলকাতা হাই কোর্টের নির্দেশে যে মামলার তদন্ত করছে সিবিআই। এর আগে গ্রেফতারি এড়াতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুফিয়ান। কিন্তু সেখানে স্বস্তি মেলেনি। তার পরই তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হন।

Advertisement

বৃহস্পতিবার সেই মামলায় বিচারপতি এল নাগেশ্বর রাও ও বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ সুফিয়ানকে গ্রেফতারি থেকে রক্ষাকবচ দিল। আগামী ৩১ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। সে দিন পর্যন্ত সুফিয়ানকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ