কলকাতা 

ভবিষ্যত নির্ধারণে ইতিহাস গুরুত্বপূর্ণ দিশা দেবে, মাধ্যমিক পড়ুয়াদেরকে ইতিহাস পাঠে এভাবেই উৎসাহিত করলেন প্রাক্তন মন্ত্রী মাননীয় পূর্ণেন্দু বসু

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদন : নিজেকে তিনি বলতে কখনো দ্বিধা করেন না, ‘আমি একজন আদ্যোপান্ত রাজনীতির মানুষ’। সেই মানুষটিকে বুধবার সন্ধ্যায় ভার্চুয়াল মাধ্যমে দেখা গেল ভিন্ন এক মেজাজে। মাধ্যমিক পড়ুয়াদের মাঝে অনুসন্ধান কলকাতা পরিচালিত কর্মশালায়। ‘ভিশন মাধ্যমিক ২০২২’ কর্মশালার এদিন ছিল চতুর্থ দিন, এদিনের বিষয় ছিল ইতিহাস।

কর্মশালার সূচনা করেন তিনি, প্রাক্তন কৃষি ও কারিগরি মন্ত্রী বর্তমান টেকনিক্যাল এডুকেশন এন্ড স্কিল ডেভলপমেন্ট কাউন্সিল এর চেয়ারম্যান মাননীয় পূর্ণেন্দু বসু। ইতিহাসের ক্লাসে ছাত্র-ছাত্রীদের ভরপুর উপস্থিতি এবং উৎসাহ উদ্দীপনা দেখে বাস্তবিকই তিনি অত্যন্ত খুশি হন এবং সকলকে আসন্ন পরীক্ষার শুভকামনা জানিয়ে বলেন ইতিহাস জানা আজ খুবই গুরুত্বপূর্ণ এক বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ, ইতিহাস মানুষের কথা বলে, যুগের পর যুগ – তার গতিধারার বর্ণনা ও ব্যাখ্যা মেলে ইতিহাসে। ইতিহাস সরলরেখায় চলে না। ইতিহাসের গতি বক্র। মানব সভ্যতার ইতিহাস তার পতনের ইতিহাস, উত্থানের ইতিহাস। তিনি আরো বলেন ভালো মন্দ দুটোই ইতিহাসের অংশ। আমাদের ঠিক করে নিতে হবে ভবিষ্যতের দিশা নির্ধারণে ইতিহাস থেকে কোন শিক্ষাগুলো আমরা গ্রহণ করব।

Advertisement

মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য মাননীয় পূর্ণেন্দু বসুর উপস্থিতি এবং এভাবে তাঁর উৎসাহ দানকে ছাত্র-ছাত্রীরা বহুদিন মনে রাখবে এবং অবশ্যই মনে রাখবো আমরা সকল শিক্ষক-শিক্ষিকারা। একথা বলে তাঁকে অনুসন্ধান কলকাতার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক এবং অনুসন্ধানের সভাপতি শেখ আলী আহসান।

অত্যন্ত সুন্দর এই সূচনার রেশ ধরে অতি সুচারুরূপে এরপর কর্মশালা পরিচালনা করেন পাবদাড়া এইচ ইউ এস এইচ হাই মাদ্রাসার ইতিহাসের বিশিষ্ট শিক্ষক ও গবেষক সাহাবুল ইসলাম গাজী। ইতিহাসের যে যে বিভাগে ছাত্র-ছাত্রীদের সচারাচর সমস্যা হয়, সেগুলো নিয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা করেন। ইতিহাসে টাইমলাইন এবং মানচিত্র সম্পর্কে সম্যক ধারণা গড়ে তোলা খুবই জরুরি বলে তিনি বিষয়টিতে জোর দেন। এছাড়াও ইতিহাসে আগ্রহ আনতে কোন কোন জায়গায় কীভাবে পড়া এবং দেখার মাধ্যমে বুঝতে পারা যায় তাও তিনি সংক্ষিপ্ত সময়ে বর্ণনা করেন। অবশেষে তিনি ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

প্রতিদিনের মতো এদিনও ইতিহাস বিষয়ে অনলাইনে পরীক্ষা নেওয়া হয়। আসন্ন মাধ্যমিকের নিরিখে ২৫ টি এম সি কিউ প্রশ্ন সম্বলিত এই পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের অসাধারণ ফলাফলে সন্তোষ প্রকাশ করেন অনুষ্ঠানের সঞ্চালক বিশিষ্ট শিক্ষক গৌরাঙ্গ সরখেল।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ