দেশ 

মক্কা মসজিদ বিস্ফোরণে ১০ অভিযুক্তই বেকসুর খালাস

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

হায়দরাবাদ, ১৬ এপ্রিলঃ মক্কা মসজিদ বিস্ফোরণের ঘটনার ১১ বছর পর অভিযুক্ত ১০ জনকেই বেকসুর খালাস দিল হায়দরাবাদের জাতীয় তদন্তকারী সংস্থার বিশেষ আদালত। ঘটনায় দশজন অভিযুক্ত থাকলেও তাঁদের মধ্যে পাঁজনকে গ্রেফতার করা হয়। এরা হলেন দেবেন্দ্র গুপ্ত, লোকেশ শর্মা, স্বামী অসীমানন্দ ওরফে নবকুমার সরকার, ভারত ভাই ও রাজেন্দ্র চৌধুরী। এদের মধ্যে ভারত ভাই ও স্বামী অসীমানন্দ জামিনে মুক্ত ছিলেন। বাকি তিনজন হায়দরাবাদে কেন্দ্রীয় সংশোধনাগারে বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন। বাকি অভিযুক্তদের মধ্যে দুজন সন্দীপ ভি ডাঙ্গে ও রামচন্দ্র কালসাংরা পলাতক ছিলেন। আর এক অভিযুক্ত সুনীল যোশি প্রয়াত হয়েছেন। বাকিদের বিরুদ্ধে তদন্ত চলছিল। সোমবার জাতীয় তদন্তকারী সংস্থার বিশেষ আদালত অভিযুক্তদের সকলকেই বেকসুর খালাস দিয়েছে।

২০০৭ সালে হায়দরাবাদের মক্কা মসজিদে জুম্মার নামায চলাকালীন  বিস্ফোরণ ঘটে। ঘটনায় ৯ জন মারা যান। আহত হয়েছিলেন ৫৮ জন। এর পর ঘটনার তদন্ত শুরু করে স্থানীয় পুলিশ। পরে ঘটনার তদন্তভার নেয় সিবিঅাই। শেষ পর্যন্ত ২০১১ সালে আবার সিবিঅাই ঘটনার দায়িত্ব তুলে দেয় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ’র হাতে।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × one =