কলকাতা 

পঞ্চায়েত মামলা সিঙ্গল বেঞ্চেই পাঠাল ডিভিশন বেঞ্চ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিজে নিউজ ডেস্কঃ পঞ্চায়েত মামলা নিয়ে জট অব্যাহত রইল। সোমবার বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চেও সমস্যার কোনও সমাধান হয়নি। বরং দুই বিচারপতি পঞ্চায়েত মামলা ফের সিঙ্গল বেঞ্চে পাঠিয়ে দেন। বিচারপতিদের মন্তব্য, যেহেতু মামলা সিঙ্গল বেঞ্চে চলছে, তাই এক্ষেত্রে ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ করবেনা। সেই সঙ্গে সিঙ্গল বেঞ্চেও মামলার শুনানি যাতে দ্রুত হয়, সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে মামলার শুনানি প্রত্যেকদিন করার কথা বলেছেন দুই বিচারপতি। ডিভিশন বেঞ্চের এই নির্দেশের ফলে নির্ধারিত সময়ে পঞ্চায়েত ভোট হবে কিনা, সে বিষয়ে ঘোর সংশয় তৈরি হয়েছে।

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অশান্তি হচ্ছে। এই অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করে বিরোধিরা। সেই অভিযোগের ভিত্তিতে পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করে বিচারপতি সুব্রত তালুকদারের চেম্বার। সিঙ্গল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা করে শাসক দল ও রাজ্য নির্বাচন কমিশন।

Advertisement

এদিন নির্ধারিত সময়েই শুনানি শুরু হয় হাইকোর্টে। রাজ্যের হয়ে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিচারপতিরা তাঁর কাছে জানতে চান কেন ডিভিশন বেঞ্চে মামলা করা হয়েছে শাসকদলের তরফে। জবাবে তিনি জানান রিট পিটিশন মামলা সিঙ্গল বেঞ্চে করা যায়না। তাই ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হয়েছে। যদিও কল্যাণবাবুর এই যুক্ততিতে সন্তুষ্ট হননি বিচারপতি। ফলে ফের সিঙ্গল বেঞ্চেই মামলা স্থানান্তর করেছেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two + four =