জেলা 

জলপাইগুড়ির পর এবার পশ্চিম মেদিনীপুরে জেলায় মোমো গেমকে ঘিরে চাঞ্চল্য

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : জলপাইগুড়ির পর এবার পশ্চিম মেদিনীপুর জেলায় মোমো গেমকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দাসপুর থানার চাঁইপাট এলাকায়, দশম শ্রেণীর এক ছাত্রের মোবাইল ফোনে এই গেমের লিংক আসে। লিংক খোলার পরই, গেমটি তার মোবাইলে ডাউনলোড হয়ে যায়। পরে খেলা থেকে বেরোতে চাইলেও সে তা পারেনি। অপরিচিত নম্বর থেকে তার কাছে ফোন আসে বলেও ঐ ছাত্রের দাবি। পরে পুলিসের উদ্যোগে তার কাউন্সেলিং করা হয়। মোবাইল থেকে গেমটি মুছে ফেলা হয়েছে। যদিও তার পরিবার এখনো আতঙ্কে।

এদিকে, কার্শিয়াঙে দ্বাদশ শ্রেণীর এক পড়ুয়ার আত্মহত্যার ঘটনায় মোমো গেমের যোগ রয়েছে কিনা, পুলিস তা খতিয়ে দেখছে। মণীশ সারকি নামে ঐ ছাত্রর মৃতদেহ উদ্ধার করা হয়। জিটিএ ভাইস চেয়ারম্যান অনিত থাপা, মোমো গেম না খেলার জন্য পাহাড়ের কিশোর ও তরুণদের অনুরোধ জানিয়েছেন।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four + twenty =