কলকাতা 

কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্টে আশংকা জন্মাষ্ঠমীতে রাজ্যে হতে পারে অশান্তি, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সর্তক থাকার বার্তা নবান্নের

শেয়ার করুন
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক : আসন্ন জন্মাষ্টমী উৎসবকে সামনে রেখে ও অসমের ধাঁচে এই রাজ্যেও জাতীয় পঞ্জীকরন চালু করার দাবিতে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল রাজ্যজুড়ে প্রচারে নামার সিদ্ধান্ত নিয়েছে। এরফলে বিভিন্ন জায়গায় অশান্তি হতে বলে পারে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এসআইবি দিল্লিতে রিপোর্ট পাঠিয়েছে । কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের এই রিপোর্ট রাজ্যকেও পাঠানো হয়েছে । এর পরই রাজ্য সরকার প্রতিটি জেলা প্রশাসনকে উচ্চ সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
আগামী দোসরা সেপ্টেম্বর জন্মাষ্টমীর দিন সংগঠনের প্রতিষ্ঠা দিবসে বিশ্ব হিন্দু পরিষদ ও তাদের যুব সংগঠন বজরং দল রাজ্যের বিভিন্ন জায়গায় সেই উৎসব পালন করবে বলে আগেই জানিয়েছে। এরফলে রামনবমীর মত রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে আশংকা প্রকাশ করা হয়েছে। কেন্দ্রের সতর্কবার্তা হাতে আসার পরেই রাজ্য সরকার প্রতিটি জেলা প্রশাসনকে সতর্ক থাকার পাশাপাশি জনপ্রতিনিধিদেরও এলাকা ছেড়ে বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

শেয়ার করুন
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 + nine =