কলকাতা 

অনগ্রসর শ্রেণির শিক্ষা কর্মসংস্থানের লক্ষে প্রতিটি মহকুমায় পরামর্শ দান সেন্টার খুলছে রাজ্য সরকার

শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক উদ্যোগে রাজ্যের অনগ্রসর শ্রেনির শিক্ষা ও চাকরি এর্ স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষে নতুন উদ্যোমে কাজ শুরু করেছে অনগ্রসর কল্যাণ দপ্তর। রাজ্যের অনগ্রসর শ্রেণির উন্নয়ন ও বিত্ত নিগমের মাধ্যমে মহকুমা শহরে কেরিয়ার কাউন্সিলিং সেন্টার গড়ে তোলার উদ্যোগ নিয়েছে দপ্তর।

অনগ্রসর কল্যাণ দপ্তর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের প্রতিটি মহকুমা শহরে একটি কেরিয়ার কাউন্সিলিং সেন্টার খুলবে । আগামী বছর থেকেই এই নির্দেশ কার্যকরী হবে । ইতিমধ্যে রাজ্যের ত্রিশটি মহাকুমা শহরের এই ধরনের পরামর্শ কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গের ১১টি ও দক্ষিণবঙ্গে ১৯টি কেরিয়ার কাউন্সিলিং সেন্টার এখন চালু রয়েছে। এখানে অনগ্রসর শ্রেণির ছাত্র-ছাত্রী ও বেকার যুবক-যুবতীদের শিক্ষা ও চাকরি সংক্রান্ত পরামর্শ দেওয়া হচ্ছে বা হবে।

Advertisement

অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর সূত্রে জানা গেছে আগামী বছর আরও ৩৭ টি মহকুমায় এই ধরণের পরামর্শ কেন্দ্র খোলা হবে।রাজ্যের অনগ্রসর শ্রেণি উন্নয়ন ও বিত্তনিগম এই কেন্দ্রগুলি পরিচালনা করছে। এই কেন্দ্রগুলিতে পড়ুয়া ও বেকার যুবক যুবতিদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন পরামর্শের পাশাপাশি প্রশিক্ষণও দেওয়া হয়ে থাকে। তাদের স্বাধীন জীবিকা বেছে নেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই বছর তিন হাজার যুবক-যুবতীর কর্মসংস্থানের লক্ষে কাজ শুরু হয়েছে। সেই ৫০০ জনকে স্বনির্ভর করে তোলার জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে অনগ্রসর কল্যাণ দপ্তর।

 

 

 

 

 

 


শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eighteen − 9 =