দেশ 

অসমে যাওয়া তৃণমূল প্রতিনিধিদের বিরুদ্ধে ৩৫৩/৩২৩/৩৪ ধারায় মামলা দায়ের অসমের মহিলা পুলিশ কর্মীর

শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি :অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গতকাল আলিপুর ও বিমানবন্দর থানায় মামলা দায়ের করেছিল তৃণমূল প্রতিনিধি দল। শনিবার অসমে মামলা দায়ের করল আহত মহিলা পুলিশ কর্মী রুবি দাস। তিনি অসমের রাজ্যের কাছাড় জেলার উধারবন্দ থানায় মামলা করেছেন। ভারতীয় দন্ডবিধির ৩৫৩/৩২৩/৩৪ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কাছাড়ের পুলিশ সুপার রাকেশ রোশন। পুলিশ সুপার জানিয়েছেন,তৃণমূল প্রতিনিধিদলের হাতে দুই মহিলা পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে একজন পুরুষ পুলিশ কর্মীও আক্রান্ত হয়েছেন বলে অসম পুলিশ জানিয়েছে।

পুলিশ সুপার বলেছেন,নাগরিক পঞ্জিকরণ ইস্যুতে অসমে এসেছিলেন আট সদস্যের তৃণমূলের এক প্রতিনিধি দল। তাদের শিলচরে এক সভায় যাওয়ার কথা ছিল। কিন্ত শিলচর বিমানবন্দরেই পুলিশ তাঁদেরকে আটকে দেয়। এই ঘটনায় তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে পুলিশের ধ্বস্তাধস্তি বেধে যায়। সেই সময় রুবি দাস নামে মহিলা পুলিশ কর্মী আহত হয় বলে অভিযোগ।

Advertisement

শনিবার এ বিষয়ে কাছাড় জেলার এসপি সাংবাদিক সম্মেলন করে বলেন,”তৃণমূলের কয়েকজন সাংসদ এবং বিধায়ক শিলচরে এসেছিলেন। তাঁদের জনসভা করার কথা ছিল। সেই সময় এলে শিলচরের শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা ছিল। তাই আমরা তাঁদের এয়ারপোর্টেই অনুরোধ করি, শান্তি বিঘ্নিত হবে এমন কিছু না করতে। ঘটনার সময় আমাদের পুলিশ কর্মীরা আহত হয়েছেন। তাঁদের একজন একটি মামলা দায়ের করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে। বিষয়টির তদন্ত করবেন ডিএসপি পদমর্যাদার অফিসার। সেই তদন্ত শেষ হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।” অবশ্য এই অভিযোগ নিয়ে সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর মহিলা পুলিশ কর্মী রুবি দাস দেননি।

 

 

 

 

 

 


শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seventeen − 7 =