কলকাতা 

প্রধানমন্ত্রীর গো-দান কর্মসূচিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : আজ বিধানসভা দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন। প্রসঙ্গত উল্লেখ্য  আফ্রিকা মহাদেশের রোয়ান্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গো দান কর্মসূচীতে অংশ নিয়েছিলেন। সেই ঘটনাকে তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তীব্র কটাক্ষ করেছেন। রাজ্য বিধানসভায় মৎস‍্য দফতরের প্রশ্নোত্তর পর্বে বিজেপি বিধায়ক দিলীপ ঘোষের প্রশ্নের উত্তরে তিনি ঐ প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন। প্রধানমন্ত্রীর কর্মসূচীকে ব্যঙ্গ করে তিনি বলেন, এবার রাজ্যের অনুষ্ঠান বাড়িতেও তাঁরা গরু উপহার দেওয়া শুরু করবেন।

এদিকে, বিজেপি সভাপতি, খড়গপুরের বিধায়ক দিলীপ ঘোষ, রাজ্যে মাছ চাষে স্বনির্ভরতা নিয়ে প্রশ্ন তোলেন। গত ১০ বছরে অন্ধ্রপ্রদেশে মাছের উৎপাদন যেখানে ১৩৩ শতাংশ বেড়েছে, সেখানে এরাজ্যে উৎপাদন মাত্র ২০ শতাংশ বেড়েছে  কেন তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।  মৎস্যমন্ত্রীর জায়গায় নিজে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, এরাজ্যে মাছের চাহিদা অনেক বেশি। অন্ধ্রে মানুষ এত বেশি মাছ খায় না। বিজেপি নেতা-কর্মীরা এরাজ্য সম্পর্কে সম্যক ওয়াকিবহাল নন বলে তিনি মন্তব্য করেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × four =