কলকাতা 

মেডিকেলে ছাত্র আন্দোলনের জেরে সরানো হল স্বাস্থ্য-শিক্ষা সচিব ও অধ্যক্ষকে, সরানো হল পরিবহন সচিবকেও

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : মেডিকেল কলেজে একটানা ১৪ দিন ধরে সিনিয়র ছাত্রদের অনশন চালিয়ে যাওয়ার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচন্ড ক্ষুদ্ধ হয়েছেন । আজ বিকেলে অনশনরত ছাত্রদের দাবি মেনে নেওয়ার পরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে সরানো হল রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা সচিব অনিল ভার্মাকে। সেই সঙ্গে সমস্যা মেটানোর জন্য পূর্ণ দায়িত্ব দেওয়ার পরও তা সমাধান না করতে পারার জন্য সরিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য-শিক্ষা দপ্তরের আধিকারিক দেবাশিষ ভট্টাচার্যকেও ।

হষ্টেল সমস্যাকে সঠিকভাবে সমাধান করতে না পারার খেসারত হিসেবে মেডিকেল কলেজের অধ্যক্ষ উচ্ছ্বল ভদ্রকেও মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ সরিয়ে দেওয়া হয়েছে। যদিও স্বাস্থ্য ও শিক্ষা সচিব অনিল ভার্মার বিরুদ্ধে এর আগে অনেক অভিযোগ মুখ্যমন্ত্রীর দপ্তরের জমা পড়েছিল বলে বিশেষ সূত্রে জানা গেছে।বিশেষ সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী ঘনিষ্ট মহলে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সামান্য হষ্টেল সমস্যার সমাধান করতে ১৪ দিন কেটে গেল এটা মানা যায় না।

Advertisement

এদিকে অনিল ভার্মাকে স্বাস্থ্য-শিক্ষা সচিব পদ থেকে সরিয়ে তাঁকে প্রাণী সম্পদ দপ্তরের সচিব করা হয়েছে । আর প্রানী সম্পদ দপ্তরের সচিব রাজীব সিনহাকে স্বাস্থ্য-শিক্ষা সচিব করা হয়েছে। অন্যদিকে আজ পরিবহন দপ্তরের সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের সচিব করা হয়েছে । আর বিপি গোপালিকাকে পরিবহন দপ্তরের সচিব করা হয়েছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × 3 =