কলকাতা 

সরকারি স্কুলেও ভর্তি এবার মেধার ভিত্তিতে নিতে চায় শিক্ষা দপ্তর, মুখ্যমন্ত্রীর সম্মতি পেলেই কার্যকরী হবে সিদ্ধান্ত

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক : রাজ্যে এবার মেধার ভিত্তিতে সরকারি বিদ্যালয়ে পড়ুয়া ভর্তি নেওয়ার চিন্তাভাবনা করছে শিক্ষা দপ্তর । আজ বিধানসভার বাদল অধিবেশনের প্রথম দিনে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন,সরকারি বিদ্যালয়গুলিতে শিক্ষার মান কমে যাওয়ায় মেধার ভিত্তিতে ছাত্র-ছাত্রী ভর্তি নেওয়া যায় কিনা তা নিয়ে চিন্তাভাবনা করছে শিক্ষা দপ্তর। এখন সরকারি বিদ্যালয়গুলিতে লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হয়। ফলে অনেক অল্প মেধা সম্পন্ন পড়ুয়ারা সুযোগ পেয়ে যায়। তাই হিন্দু স্কুল, হেয়ার স্কুলের মত বিখ্যাত সরকারি বিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিকের ফলাফল সন্তোষজনক নয়। এনিয়ে সরকার গভীর উদ্বেগের মধ্যে রয়েছে। এই পরিস্থিতি থেকে সরকারি বিদ্যালয়গুলিতে শিক্ষার গুণগত মান বাড়ানোর লক্ষ্যে মেধার ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া চালু করার চিন্তাভাবনা করছে। মুখ্যমন্ত্রীর সম্মতি পেলেই কার্যকরী হবে।

অন্যদিকে, পাশফেল ফিরিয়ে আনার ক্ষেত্রে বিএড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পাঁচ সদস্যের যে কমিটি সরকার গড়েছে তার রিপোর্ট এলেই সিদ্ধান্ত হবে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

11 − 2 =