কলকাতা 

“আমরা ক্ষমতায় থাকলে সারাজীবন ফ্রি রেশন, স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষার সুযোগ পাবে বাংলার মানুষ” : মমতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  একুশে জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চ থেকে রাজ্যবাসীর জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার আর এক বছর নয় , সারা জীবন ফ্রি রেশন পাবে স্বাস্থ্য পরিষেবা ফ্রি পাবে , শিক্ষা ফ্রি পাবে বলে আজ তিনি ঘোষণা করেন । মমতার ভাষায়,“আমরা ক্ষমতায় থাকলে সারাজীবন ফ্রি রেশন, স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষার সুযোগ পাবে বাংলার মানুষ।” আত্মবিশ্বাসের সঙ্গে তৃণমূল সুপ্রিমো বললেন, “আগামী বছর বৃহত্তর ২১ জুলাই হবে।”

করোনার কারণে  চলতি বছরে ভার্চুয়াল ২১শে জুলাই পালন করছে তৃণমূল । রেশন নিয়ে লাগাতার যে ধরনের অভিযোগ উঠছে সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিঁধলেন বিরোধীদের। ক্ষতিগ্রস্তদের আশ্বাস দিয়ে ফের বলেন যে, প্রত্যেকেই প্রাপ্য ক্ষতিপূরণ পাবেন। এরপরই সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা যদি ক্ষমতায় থাকি, তাহলে শুধু একবছর নয়। বাংলার মানুষ সারাজীবন ফ্রি রেশন, স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবা পাবে। টাকা কোথা থেকে আসবে সে চিন্তা করতে হবে না কাউকে। মানুষের জন্য যা করা প্রয়োজন তা-ই করব।” এর পাশাপাশি, এদিনের সভা থেকে তৃণমূল সুপ্রিমো আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “এবছর ভারচুয়ালি হলেও, আগামী বছর বৃহত্তম ২১ জুলাই পালিত হবে। চক্রান্ত-করোনাকে দূরে সরিয়ে সমবেত হব আমরা।”

Advertisement

মার্চ মাসে করোনার জেরে সাধারন মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করেন রাজ্য সরকার। প্রথমে বলা হয় সেপ্টেম্বর মাস পর্যন্ত রেশন দেওয়ার কথা বললেও পরে কেন্দ্র সরকার নভেম্বর মাস পর্যন্ত রেশন দেওয়ার কথা বললে রাজ্য সরকার জানিয়ে দেয় আগামী বছর জুন মাস পর্যন্ত রেশন দেবে রাজ্য সরকার । আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন আমরা ২০২১ সালে ক্ষমতায় এলে সাধারন মানুষকে সারা জীবন ফ্রি রেশন , ফ্রি স্বাস্থ্য পরিষেবা , ফ্রি শিক্ষার ব্যবস্থা করবে রাজ্য সরকার ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seventeen + sixteen =