কলকাতা 

করোনায় ভয়ের কিছু নেই মাত্র ৫ শতাংশ রোগী আশংকাজনক রাজ্যবাসীকে আশ্বস্ত করে বার্তা দিলেন মমতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ২১ জুলাইয়ের ভার্চুয়াল সভা থেকে করোনায় আক্রান্ত যারা মারা গেছেন তাদেরকে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি এদিন বলেন , করোনার কারণে আজ শহিদ দিবস বড় করে পালন করা যাচ্ছে না । একই সঙ্গে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেগ মথিত কন্ঠে স্মরণ করেন ফলতার প্রয়াত বিধায়ক তমোনাশ ঘোষকে । তিনি বলেন , তমোনাশ শুধু বিধায়ক ছিলেন না দলের জন্মলগ্ন থেকে সৈনিক । তমোনাশ সহ পুলিশ কর্মী যারা করোনায় মারা গেছেন তাদের সবাই করোনা যোদ্ধা বলে অভিহিত করলেন মমতা । একই সঙ্গে তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন , ভয় পাওয়ার কিছু নেই । করোনায় লড়াইয়ে জিতবে বাংলা ।

বাংলার কোনো কোনো জায়গায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলে গতকাল নবান্নে স্বীকার করেছেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । সপ্তাহে দুদিন লকডাউনের সিদ্ধান্ত হয়েছে । এনিয়ে রাজ্যের মানুষের মধ্যে ভয় সৃষ্টি হয়েছে । সেদিকে লক্ষ্য রেখে মমতা এদিন ২১শে জুলাইয়ের সভা রাজ্যবাসী আশ্বস্ত করে বলেন , ”ভয়ের কিছু নেই।” কেন বাংলার এই পরিস্থিতি, তাও ব্যখ্যা করলেন তিনি। বললেন, ”বাংলা অনেকগুলো সীমান্ত দিয়ে ঘেরা। নানা জায়গা থেকে নানা লোক আসে, রোগও আসে। টেস্টিং, ট্রেসিং, ট্রিটমেন্ট – এসবের মাধ্যমে রোগ মোকাবিলা করতে হবে। নমুনা পরীক্ষা বাড়ানো হচ্ছে, আরও বাড়ানো হবে। তবে ভাল কথা এই যে, রোগীদের মধ্যে ৮৭ শতাংশই উপসর্গহীন বা মৃদু উপসর্গযুক্ত। মাত্র ৫ শতাংশ রোগীর অবস্থা কিছুটা আশঙ্কার। তাঁদের ঠিকমতো ট্রেস করে যত দ্রুত সম্ভব চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া ভ্যাকসিনের ট্রায়াল চলছে, হয়ত তা চূড়ান্তভাবে তৈরিও হয়ে যাবে, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ভয়ের কারণ নেই।”

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × one =