জেলা 

স্কুল ছাত্রী বনশ্রী ঘোড়ই-র স্মরণে রক্তদান শিবির কোলাঘাটের চিয়াড়া গ্রামে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি  : নবম শ্রেণীর স্কুল ছাত্রী বনশ্রী ঘোড়ই এর ধর্ষণ ও খুনের প্রতিবাদে শহীদ মাতঙ্গীনি অরাজনৈতিক সংগঠন চিয়াড়া গ্রামের বাসিন্দাদের সঙ্গে নিয়ে আজ প্রায় শতাধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান শিবিরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অংশগ্রহণ করলেন। চিয়াড়া ঈদগা প্রাঙ্গণে । সংগঠন এর পক্ষ থেকে কার্তিক মান্না বলেন ‘মানুষের মধ্যে নারী নির্যাতন, খুন ধর্ষণ এর প্রতিবাদে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই রক্তদান শিবির সংগঠিত করা হয়েছে’। মধুসূদন পড়ুয়া বলেন সোশ্যাল মিডিয়া তে প্রতিবাদ এর ঝড় উঠেছিল বনশ্রীর সুবিচারের দাবিতে সেই প্রতিবাদের ধারাকে অব্যাহত রেখে এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে মানুষ প্রতিবাদ জানালেন। ডঃ মৌসম মজুমদার, জাহাঙ্গীর বাদশা, বাপি, সৈয়দ সাবির হোসেন প্রমুখ মানুষজন এই আন্দোলনে সক্রিয় ভাবে যুক্ত থেকে এই আন্দোলনকে সুসংগঠিত করেছেন। এই রক্তদান শিবির এ রক্তদান এর জন্যে নন্দীগ্রাম, ময়না, মহিষাদল, হুগলি, হাওড়া, কোলাঘাট, মেচেদা থেকে মানুষ আসেন প্রবল বৃষ্টি মাথায় নিয়ে। বনশ্রী ঘোড়ই এর খুনি ধর্ষকের ফাঁসির দাবি জানিয়ে রক্তদান করেন চিয়াড়া গ্রামের মুর্শিদা বিবি সহ আরো অনেক মহিলারা।
ডঃ মৌসম মজুমদার বলেন অরাজনৈতিক ভাবে মানুষ এগিয়ে এসেছেন অন্যায়ের প্রতিবাদ করতে আমরা কুর্নিশ জানাই। এই প্রতিবাদী রক্তদান শিবির এ আজ উপস্থিত ছিলেন ময়না রাজ পরিবারের সিদ্ধার্থ বাহুবলিন্দ্র, ১৩৮ বার রক্তদান করে জয়ন্ত মুখোপাধ্যায়, গবেষক বলরাম মণ্ডল,শিক্ষক বানেশ্বর জানা, এলাকার তরুণ যুবক সৌভিক, সেক বাপির মতো তরুণ তাজা প্রাণ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × 2 =