মন্দারমণি সমূদ্র সৈকতে জলে ডুবে মৃত্যু হল ২ পর্যটকের, গুরুতর আহত এক

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

জুলফিকার আলী : দীঘার পর মন্দারমণি সৈকতে স্নান করতে গিয়ে জলে মৃত্যু হল দুই পর্যটকের গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন একজন, এদের মধ্যে একজন মহিলাও রয়েছে।

মৃতেরা হল অর্ক চক্রবর্তী ও আলোলিকা চক্রবর্তী। জানা গেছে এদের বাড়ি মালদার ইংলিশবাজারের রিজেন্ট পার্কে।
একজনকে আশঙ্কাজনক অবস্থায় কাঁথিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর নাম উদ্যালক ভট্টাচার্য্য। এই যুবক কলকাতার বাসিন্দা বলে প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে।

Advertisement


রবিবার বেলা ১১টা নাগাদ এই ৩ জন মন্দারমণির সমূদ্র সৈকতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যায়। সংগে সংগে উদ্যালককে উদ্ধার করা গেলেও বেশ কিছু সময় পরে অর্ক ও আলোলিকার দেহ উদ্ধার হয়েছে।
পুলিশ জানিয়েছে, এরা মোট চার জন  আজই মন্দারমণিতে বেড়াতে আসে। এদের মধ্যে ১ জন জলে নামেনি। তাঁর চোখের সামনেই ৩ জন জলে ডুবে যায়। তাঁর চিৎকার শুনে নুলিয়া কোন রকমে উদ্যালককে উদ্ধার করে। তবে উদ্ধার হওয়া যুবকের অবস্থাও আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। এমনিতেই নিম্নচাপের ফলে সমুদ্র উত্তাল তার উপর মদ্যপ অবস্থায় থাকার ফলে এই দূর্ঘটনা বলে প্রাথমিক ধারনা পুলিশের।

দীঘাতে পরপর জলে ডুবে মৃত্যুর পর নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন এবার মন্দারমনির ঘটনায় কী সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন তা এখন দেখার।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

11 − 5 =