দেশ 

সিএএ আইনের বিরুদ্ধে কবিতা লেখার দায়ে বিজেপি শাসিত রাজ্যে গ্রেফতার কবি ও ইউটিউব চ্যানেলের সম্পাদক

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কবিতা লিখেছিলেন। সেই কবিতার মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছিলেন কবি সিরাজ বিশারাল্লি এই প্রতিবাদী কবিতা পাঠের ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন ইউটিউব চ্যানেলের সম্পাদক রাজাবক্সি এইচভিসিএএ আইনের বিরুদ্ধে কবিতার লেখার অভিযোগে বিজেপি শাসিত কর্নাটকের পুলিশ এই দুজনকেই গ্রেফতার করেছে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর কর্নাটকের গঙ্গাবতী শহরে কোপাল্লি জেলা প্রশাসন আয়োজিত অ্যানেগুন্ডি উৎসবে অংশ নিয়েছিলেন কবি বিশারাল্লি। সেখানেই সিএএএনআরসি বিরোধীতা করে কবিতা পাঠ করেন তিনি। সেই ভিডিও ১৪ জানুয়ারি সোশাল মিডিয়ায় পোস্ট করেন ইউটিউব চ্যানেলের সম্পাদক রাজাবক্সি এইচভি। এরপরই, বিজেপির জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক শিবু আরাকেরি গঙ্গাবতী থানায় অভিযোগ দায়ের করেন

Advertisement

তাঁদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে জেনেই, মঙ্গলবার জেলা আদালতে আগাম জামিনের আবেদন করেন কবি বিশারাল্লি সম্পাদক রাজাবক্সি তবে তাঁদের আর্জি খারিজ হয়ে যায় এরপরই গ্রেফতার করা হয় দুজনকে বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন তারা

গঙ্গাবতীর অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে কবি সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাঁরা পুলিশ হেফাজতে রয়েছেন। তদন্ত চলছে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ