দেশ 

যোগীর রাজ্যে বিজেপির বিধায়ক রবীন্দ্রনাথ ত্রিপাঠীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা রুজু

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশের শাসক দল বিজেপির আরেক বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছে বছর চল্লিশের এক মহিলা । কুলদীপ সিং সেঙ্গারের পর ইনি হলেন দ্বিতীয় বিধায়ক যার নামে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে ।ভাদোহির বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ ত্রিপাঠির ভাইপোর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রতি দিয়ে সহবাসের অভিযোগ তোলেন বছর চল্লিশের এক মহিলা। পরে ওই বিধায়কের নামেও অভিযোগ করা হয় বলে জানিয়েছে পুলিশ। জেলা পুলিশ সুপার রাম বদন সিং বলেন, “অভিযোগে জানানো হয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারিরীক সম্পর্ক তৈরি করেন বিধায়কের ভাইপে সন্দীপ তিওয়ারি। পরে, বিধায়ক এবং তাঁর পরিবারের আরও সদস্যদের নামে একই অভিযোগ তোলেন ওই মহিলা। আমরা একটা অভিযোগ পেয়েছি, যাঁদের নাম রয়েছে, তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করেছি। তদন্তের জন্য দল তৈরি করা হয়েছে”। ওই পরিবারের মোচ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ।

ওই মহিলা থানায় দায়ের করা অভিযোগ পত্রে লিখেছেন, ট্রেনে পরিচয় হয় বিধায়কের ভাইপোর সঙ্গে, তারপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিনি ৬ বছর ধরে শারিরীক সম্পর্ক তৈরি করেছেন। বিয়ের কথা জিজ্ঞেস করায় তাঁকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ। মহিলার আরও অভিযোগ, ২০১৭ সালের বিধানসভা নির্বাচনের সময়, তাঁকে একটি হোটেলে আটকে রাখা হয়, এবং তাঁকে ধর্ষণ করেন বিধায়ক এবং চন্দ্রভূষ ত্রিপাঠী, দীপক তিওয়ারি, নীতিশ তিওয়ারি, এবং প্রকাশ তিওয়ারি।

Advertisement

অবশ্য বিধায়ক রবীন্দ্রনাথ ত্রিপাঠীর দাবি, রাজনৈতিক ষড়যন্ত্র করেই তাঁর সম্মানহানি করতে এই অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, “তদন্তে যদি কোনও অভিযোগ সত্য প্রমাণিত হয়, ফাঁসিকাঠে ঝুলতে প্রস্তুত আমি এবং আমার আমার পরিবার”।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eighteen + 16 =