জীবিকার খোঁজখবর 

খাদ্য দপ্তরে ৯০০ সাব-ইনস্পেকটর নিয়োগে ছাড়পত্র মন্ত্রীসভার,নিয়োগ প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে

শেয়ার করুন
  • 47
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদকঃ পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নতুন করে বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। ইতিমধ্যে উত্তর ২৪ পরগনায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করার উদ্যোগ নেওয়া হয়েছে, এখানে প্রায় ১১০০ কর্মী নিয়োগ হবে। জানা গেছে রাজ্যের খাদ্য  ও সরবরাহ দপ্তর প্রায় ৯০০ জন খাদ্য নিয়ামক পদের সাব ইনস্পেকটর নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চলেছে। ইতিমধ্যে এই নিয়োগের প্রস্তাব মন্ত্রীসভায় অনুমোদনও পেয়েছে। ৯০০টি সাব-ইনস্পেকটর পদে নিয়োগের পর আরও ২০০টি  শূণ্যপদ পূরণের পরিকল্পনা আছে খাদ্য দপ্তরের।  খাদ্য দপ্তরে বহুদিন নিয়োগ না হওয়ার ফলে প্রায় ২০০০ পদ শূণ্য হয়েছে। সেগুলি পূরণের জন্য দপ্তর থেকে মন্ত্রীসভার অনুমোদন জন্য প্রস্তাব পাঠানো হবে বলে বিশেষ সূত্রে জানা গেছে।

আসলে,খাদ্য দপ্তরে দেখভাল করার মত আধিকারিকদের সংখ্যা খুবই কম। তিনটি জেলা মিলিয়ে একজন খাদ্য নিয়ামক অফিসার আছেন এমনও অভিযোগ আছে। রেশনিং ব্যবস্থা থেকে শুরু করে খাদ্যে ভেজালের অভিযোগ খতিয়ে দেখার মত পর্যাপ্ত অফিসার রাজ্য খাদ্য দপ্তরের নেই। আর মুখ্যমন্ত্রী এখন খাদ্য দপ্তরকে আরও ভালভাবে সাজাতে চাইছেন.যাতে ভাঙার কান্ডের মত ঘটনা না ঘটে। একই সঙ্গে রাজ্যের রেশনিং ব্যবস্থা ও পরিষেবা যাতে গরিব মানুষদের কাছে সঠিক সময়ে পৌছায় তা দেখার জন্যও খাদ্য দপ্তরের ইনস্পেকটর সংখ্যা বাড়ানো জরুরি। মনে করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই ৯০০ পদে সাব-ইনস্পেকটরের নিয়োগ প্রক্রিয়া শেষ করতে পারবে খাদ্য দপ্তর।

Advertisement

শেয়ার করুন
  • 47
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

17 − 16 =