কলকাতা 

কৃতীদের ১০ হাজার টাকার অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে,ঘোষণা মুখ্যমন্ত্রীর

শেয়ার করুন
  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আইসিএসই ও সিবিএসই কৃতীদের প্রত্যেককে ১০ হাজার টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে, সোমবার নেতাজি ইনডোরে কৃতী পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন সমস্ত কৃতী ছাত্রছাত্রীদের রাজ্যের তরফে সংবর্ধনা দেওয়া হয় ৷ সংবর্ধনায় উপস্থিত ছিলেন জয়েন্টের কৃতী ছাত্রছাত্রীরাও ৷
এই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে পড়ুয়াদের ১০ হাজার টাকার অ্যাকাউন্ট খুলে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি মমতা বলেন, দিন বদলের সঙ্গে সঙ্গে পড়াশোনার ধরনও বদলেছে ৷ সুযোগ বেড়েছে ঠিকই ৷ সঙ্গে এখন প্রতিযোগিতাও বেড়েছে ৷ অন্য বোর্ডের সঙ্গে পশ্চিমবঙ্গ বোর্ডের তুলনা টেনে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পড়ুয়ারা যাতে ভাল নম্বর পায় দেখতে হবে ৷ অন্য বোর্ডের সঙ্গে যেন পাল্লা দিতে পারে তা দেখতে হবে ৷ কেন অন্য বোর্ডের থেকে পিছিয়ে থাকবে ?’’ শিক্ষামন্ত্রীর সঙ্গে এবিষয়ে আলোচনা হয়েছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ৷
কলা বিভাগ থেকে প্রথম হওয়া গ্রন্থনকে বিশেষ অভিনন্দন জানান তিনি ৷  মেডিক্যালে আসন সংখ্যা আরও বাড়ানোর কথাও বলেন মুখ্যমন্ত্রী ৷


শেয়ার করুন
  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 + sixteen =