কলকাতা 

‘‘অরাজকতা করে বাংলায় বিজেপির হাত শক্ত করবেন না “ : ফিরহাদ হাকিম

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় রাজ্য জুড়ে মুসলিম সংগঠনগুলির বিক্ষোভ , অবরোধ কর্মসূচি চলছে । একইসঙ্গে সরকারি সম্পত্তিতে আগুন-ভাঙচুর , বাস পোড়ানোর মত ঘটনা ঘটছে এক কথায় রাজ্য জুড়ে অরাজকতা চলছে । এর দায় কোনো ভাবে রাজ্য প্রশাসন অস্বীকার করতে পারে না । কিন্ত রাজ্য সরকার এর জন্য সরাসরি বিজেপিকে নিশানা করেছে । রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম শনিবার সাংবাদিকদের বলেন ,বিজেপির টাকাতেই এই বিক্ষোভ চলছে। যদিও গোটা ঘটনার দায় রাজ্য প্রশাসন তথা তৃণমূলের উপরেই চাপিয়েছে বিজেপি।

ফিরহাদ হাকিম বলেছেন , কিছু মানুষ পরিকল্পনা করে এটা করাচ্ছেন। আর কেউ কেউ সেই হুজুগে মেতে উঠে বিজেপির হাত শক্ত করছেন। জাতীয় নাগরিক পঞ্জি এবং সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের রাজনৈতিক ভাবে প্রতিবাদ জানানোর পরামর্শ দিয়েছেন তিনি।

Advertisement

ফিরহাদের কথায়, ‘‘অরাজকতা করে বাংলায় বিজেপির হাত শক্ত করবেন না। পথ অবরোধ করে, বাস জ্বালিয়ে বাংলার মানুষের ক্ষতি হচ্ছে। বিজেপির টাকায় বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে। কিছু মানুষ প্ল্যান করে এটাকে করাচ্ছে। আর আপনারা অরাজকতা করে বাংলায় বিজেপির হাত শক্ত করছেন।’’

যদিও রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ  ফিরহাদের এই দাবি উড়িয়ে দিয়েছেন । এ দিন তিনি বলেন, ‘‘গত দু’দিন ধরে বিক্ষোভ চলছে। বাস পুড়ছে। ট্রেন আটকানো হচ্ছে। রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট হচ্ছে। অথচ পুলিশ কোথাও কোনও ব্যবস্থা নেয়নি।’’ এর পর নাম না করে দিলীপ বলেন, ‘‘আসলে উনি চাইছেন না। কারণ, নিজের ভোটব্যাঙ্কটা সুনিশ্চিত রাখতে চান।’’

ফিরহাদ যদিও মনে করছেন, এই বিক্ষোভের ফলে আখেরে এ রাজ্যে বিজেপিরই লাভ। বিক্ষোভকারীদের সে কথা মনেও করিয়ে দিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘‘কেন বাংলার মানুষকে আটকে রেখে দেব রাস্তায়? কেন বাংলার মানুষের বাস অবরোধ করব? কেন ট্রেন অবরোধ করব? সেই মানুষগুলো তো অমিত শাহের পক্ষের হয়ে যাবেন। আর যদি ৭০ শতাংশ মানুষ অমিত শাহের পক্ষে হয়ে যান, তা হলে এখানে যখন বিজেপি আসবে, তখন উত্তরপ্রদেশের মতো মাথা নিচু করে থাকতে হবে। তখন আর রাস্তায় কেউ নামবেন না।’’

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × two =