দেশ 

সত্যি কথা বলার জন্য আমি তো নয়ই, কংগ্রেসের কোনও কর্মীই কখনও ক্ষমা চাইবেন না।’’ : রাহুল গান্ধী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ‘রেপ ইন ইন্ডিয়া’ মন্তব্যের জন্য যে তাঁর ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না, আরও এক বার তা জানিয়ে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। তাঁর বক্তব্য, তিনি সত্যি কথাই বলেছেন। তাই ক্ষমা চাইবেন না।

শনিবার সকালে দিল্লির রামলীলা ময়দানে ওই প্রসঙ্গ টেনে রাহুল বলেন, ‘‘সত্যি কথা বলায় গত কাল সংসদে আমাকে ক্ষমা চাইতে বলে বিজেপি। কিন্তু আমার নাম রাহুল সাভারকর নয়। আমি রাহুল গাঁধী। আর সত্যি কথা বলার জন্য আমি তো নয়ই, কংগ্রেসের কোনও কর্মীই কখনও ক্ষমা চাইবেন না।’’

Advertisement

গত কয়েক মাসে হায়দরাবাদ ও উন্নাও-সহ একাধিক ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনা নিয়ে দিনদুয়েক আগেই মোদী সরকারের তীব্র সমালোচনা করেছেন রাহুল। ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে। রাহুল বলেছেন, ‘‘নরেন্দ্র মোদী ‘মেক ইন ইন্ডিয়া’র কথা বলেন। কাগজ খুললেই রাজ্যে রাজ্যে ‘মেক ইন ইন্ডিয়া’ দেখবেন ভেবেছিলেন সকালে। কিন্তু তার পরিবর্তে আজকাল শুধুই ‘রেপ ইন ইন্ডিয়া’র খবর দেখা যায়।’’

রাহুলের ওই মন্তব্যের প্রতিবাদেই শুক্রবার সংসদে সরব হন স্মৃতি ইরানি, লকেট চট্টোপাধ্যায়-সহ বিজেপির সাংসদরা। ‘রাহুলকে ক্ষমা চাইতে হবে’, দাবি তোলেন তাঁরা। এমনকী, তাঁর সাংসদ-পদ কেড়ে নেওয়ার দাবিও ওঠে। তবে ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই ওঠে না বলে সংসদেই জানিয়ে দেন রাহুল।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × 3 =