কলকাতা 

সাধারণ মানুষের মন পেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়া স্লোগান “ দিদিকে বলো “

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : লোকসভা নির্বাচনে খানিকটা ধাক্কা খাওয়ার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করে চলেছেন । আর একাজে নিজের ভাবমূর্তিকে সবচেয়ে বেশি তুলে ধরার চেষ্টা করছেন মমতা । আসলে তিনি খুব ভাল করেই জানেন বাংলার মানুষ তৃণমূলকে ভোট দেয় তাঁকে দেখেই । সুতরাং মানুষের জনসংযোগ তাকেই গড়ে তুলতে হবে ।

সোমবার নজরুল মঞ্চে দলীয় বিধায়ক , জেলা সভাপতি ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে যেমন সব নেতা এবং জনপ্রতিনিধিদের ১০ হাজার গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে সাধারণ মানুষের দুঃখ-কষ্ট ও অভাব অভিযোগ শোনার নির্দেশ দিয়েছেন একইভাবে তিনিও সরাসরি মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চাইছেন । তাই তিনি আজ গ্রিভেন্স সেলের অনুকরণে কিংবা মেয়র ফিরহাদ হাকিমে অনুকরণে ফোন নং দিয়েছেন । যাতে রাজ্যের যেকোনো মানুষ তাদের অভাব-অভিযোগ সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাতে পারেন । এছাড়া একটা ওয়েবসাইটও চালু করেছেন যার পোশাকি নাম ‘দিদিকে বলো’।

Advertisement

তার পাশাপাশি সরাসরি তাঁর কাছে যাতে পৌঁছে যেতে পারে জনতার অভাব-অভিযোগের কথা, সে জন্য এ দিন একটি ফোন নম্বর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়— ৯১৩৭০৯১৩৭০। এই নম্বরে ফোন করে অভাব-অভিযোগের কথা বা অন্য যে কোনও বক্তব্য জানানো যাবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন জানিয়েছেন। ওই ফোনে জানালে খবর সরাসরি তাঁর কাছেই পৌঁছবে বলে জানিয়ে মমতা এ দিন আশ্বাস দেন যে, তিনি সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। তাঁর কথায়, ‘‘সবটা যে পারব, এমন তো বলা যায় না। কিন্তু যতটা পারি সমাধান করে দেব।’’

ফোন নম্বরের পাশাপাশি, ‘ডব্লু ডব্লু ডব্লু ডট দিদিকে বলো ডট কম’ নামে একটি ওয়েবসাইটের কথাও মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন জানিয়েছেন। ওই ওয়েবসাইটে লগ ইন করেও জানানো যাবে সমস্যার কথা বা অন্য কোনও বক্তব্য।

সোমবার মুখ্যমন্ত্রী যে ফোন নম্বর এবং ওয়েবসাইটের নাম ঘোষণা করলেন, সেটি সরকারের তরফ থেকে নয়, তৃণমূলের তরফে। গ্রামে গ্রামে গিয়ে জনসংযোগ এবং ফোন ও ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাধারণ মানুষের বক্তব্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা— এই গোটা কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘দিদিকে বলো’। বিধায়ক ও দলীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠকের পরে মমতা বন্দ্যোপাধ্যায় যে সাংবাদিক সম্মেলন এ দিন করেন, সেখানে এই কর্মসূচির ব্যানার আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন তিনি। আর বৈঠকে বিধায়কদের প্রত্যেকের হাতে বেশ কিছু ‘দিদিকে বলো’ লেখা টি-শার্ট এবং আগামী ১০০ দিনের জনসংযোগ কর্মসূচির বিশদ রূপরেখা সম্বলিত নির্দেশিকা তুলে দিয়েছেন দলনেত্রী।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

7 − 1 =