দেশ 

মেয়াদী আমানতে সুদের হার অনেকটাই কমাল ষ্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ; মধ্যবিত্তদের উপর কোপ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সব রকম ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই। সুদের পরিবর্তিত হার কার্যকর হচ্ছে আগামী পয়লা আগস্ট থেকে। দীর্ঘ মেয়াদী ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ০.২০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে সুদের হার। স্বল্পমেয়াদী ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ৫০ থেকে ৭৫ বেসিস পয়েন্ট পর্যন্ত কমানো হয়েছে।

জুলাই মাসের শুরুতেই ব্যাঙ্ক অব বরোদা, এইচডিএফসি ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটের সুদের হার পরিবর্তন করেছিল।

Advertisement

লক্ষ করার বিষয়, গত মে মাসে ১ থেকে ২ বছরের কম সময়ের জন্য যে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার বাড়িয়েছিল এসবিআই।

নতুন নিয়ম অনুযায়ী কী দাঁড়াল পরিবর্তিত সুদের হার?

৭থেকে ৪৫ দিনের ডিপোজিট

বর্তমান হার- ৫.৭৫ শতাংশ

নতুন হার- ৫ শতাংশ

৪৬ থেকে ১৭৯ দিনের ডিপোজিট

বর্তমান হার- ৬.২৫ শতাংশ

নতুন হার- ৫.৭৫ শতাংশ

১৮০ থেকে ২১০ দিনের ডিপোজিট

বর্তমান হার- ৬.৩৫ শতাংশ

নতুন হার- ৬.২৫ শতাংশ

২১১ দিন থেকে বছরের কম পর্যন্ত ডিপোজিট

বর্তমান হার- ৬.৪ শতাংশ

নতুন হার- ৬.২৫ শতাংশ

বছর থেকে বছরের কম সময় পর্যন্ত ডিপোজিট

বর্তমান হার- ৭ শতাংশ

নতুন হার- ৬.৮ শতাংশ

থেকে বছরের কম সময় পর্যন্ত ডিপোজিট

বর্তমান হার- ৬.৭৫ শতাংশ

নতুন হার- ৬.৭ শতাংশ

বছর থেকে বছরের কম সময় পর্যন্ত ডিপোজিট

বর্তমান হার- ৬.৭ শতাংশ

নতুন হার- ৬.৬ শতাংশ

থেকে ১০ বছর সময় পর্যন্ত ডিপোজিট

বর্তমান হার- ৬.৬ শতাংশ

নতুন হার- ৬.৫ শতাংশ

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × two =